TRENDING:

New Look Digha In Kali Puja 2025: ৩০০ বছরের পুরনো জাগ্রত মন্দির, কালীপুজোয় দিঘায় নায়েকালী মন্দিরে আসবেন, দর্শনেই হব মনস্কামনা পূরণ

Last Updated:

New Look Digha In Kali Puja 2025: এবার দিঘা ভ্রমণের নতুন চমক, কালীপুজোর আগে নতুন সাজে সেজে উঠেছে নায়েকালী মন্দির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা : এবার দিঘা ভ্রমণের নতুন চমক, কালীপুজোর আগে নতুন সাজে সেজে উঠেছে নায়েকালী মন্দির। দিঘার লাগোয়া পূর্ব মুকুন্দপুর গ্রামে রয়েছে এই বিখ্যাত নায়েকালী মাতার মন্দির। বহু বছর ধরে স্থানীয়দের বিশ্বাস, প্রায় ৩০০ বছরের পুরোনো এই মন্দির অত্যন্ত জাগ্রত। কথিত আছে, দেবীর কাছে যাঁরাই আসেন, তাঁদেরই মনোবাঞ্ছা পূরণ হয়। স্থানীয় বাসিন্দাদের মতে , এই মন্দির অন্যতম সিদ্ধপীঠ। একসময় এই অঞ্চল ছিল জঙ্গলে ভরা। তখনও কিন্তু, দেবী নায়েকালীই ছিলেন আশপাশের বিস্তীর্ণ অঞ্চলের লোকেদের ভরসার কেন্দ্র। তাঁদের নানা বাসনা পূরণের কর্ত্রী ছিলেন দেবী নায়েকালী।
advertisement

নায়েকালী অর্থাৎ নৌকার উপর মা কালীর অধিষ্ঠান। এই মন্দিরে ছোট নৌকার উপর পাথরের কালীমূর্তি বিরাজমান। নায়েকালী মন্দিরে সিংহবাহিনী দুর্গাপ্রতিমাও স্থাপিত আছে। তাই এখানে মা দুর্গা ও মা কালী একসঙ্গে পূজিতা হন। দুর্গাপুজো ও কালীপুজোর সময় এই মন্দিরে বিশেষ আড়ম্বরে পুজো অনুষ্ঠিত হয়। তবে নায়েকালীর বার্ষিক বৃহৎ পুজো দোলপূর্ণিমার সময় হয়, তখন দূরদূরান্ত থেকে বহু ভক্ত মন্দিরে এসে দেবীর আশীর্বাদ প্রার্থনা করেন।

advertisement

আরও পড়ুন – Pak vs Afg: ভারতই ঠিক কাজ করেছে প্রমাণ করল আফগানিস্তান, পাকিস্তানের এয়ারস্ট্রাইকে অসহায় ৩ আফগান ক্রিকেটারের মৃত্যু, পাকিস্তানের সঙ্গে আর ক্রিকেট নয় জানাল আফগানিস্তান

কথিত আছে দেবীর মন্দিরের চারপাশ ছিল গভীর জঙ্গলে ভরা। আর, সেই জঙ্গল পেরোতেই পুকুরের মত বিরাট খাল। শুনতে অদ্ভুত হলেও, যার চারপাশটা থাকত নোনা জল। আর, মন্দিরের কাছাকাছি অঞ্চলটা থাকত মিষ্টি জলে পরিপূর্ণ। সেই সময়ও দূর-দূরান্ত থেকে বাসিন্দারা নৌকো করে জল বেয়ে পৌঁছতেন মন্দিরে। এখনো মৎস্যজীবীরা সমুদ্রে মৎস্য শিকার এর আগে এই মন্দিরে পুজো দিয়ে যান। আজও ভক্তরা বংশ পরম্পরায় দেবীকে ভোগ দেওয়ার রীতি বহাল রেখেছেন। তাঁরা দেবীর জন্য ভোগ তৈরি করে নিয়ে আসেন।

advertisement

View More

সারা বছরই স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দিঘায় বেড়াতে আসা পর্যটকরা নায়েকালী মন্দির দর্শনে আসেন। তাই এই জায়গাকে কালীপুজোর আগে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে সাজিয়ে তোলা হয়েছে। পর্যটকদের মনোরঞ্জনের জন্য থ্রি-ডি থিয়েটার, লেজার লাইট শো, ড্যান্সিং ওয়াটার ফাউন্টেন সহ অন্য পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। মন্দির সংলগ্ন ঝিলে থাকছে ফোয়ারা।

দিঘা-শৌলা মেরিন ড্রাইভের পাশেই নায়েকালী মন্দির, যা এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ। বহু বছর ধরে এখানে তালপাতার ছাউনিতে মায়ের পুজো হত, যেখানে স্থানীয় মানুষজন নিয়মিত পুজো-অর্চনা করতেন। সময়ের সঙ্গে সঙ্গে ভক্তদের উদ্যোগে এবং প্রশাসনের সহায়তায় এই মন্দিরটি নতুন রূপ পেয়েছে। বর্তমানে কংক্রিটের সুদৃশ্য স্থাপত্যে নির্মিত এই মন্দিরকে সাজানো হয়েছে আধুনিক সাজে, যার জন্য ব্যয় হয়েছে কয়েক কোটি টাকা। তাই এবার কালীপুজোর সময় দিঘায় বেড়াতে এসে যদি কেউ এই মন্দির দর্শন না করেন, তাহলে সত্যিই এক বড় অভিজ্ঞতা মিস করবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার শাঁকড়া গ্রামে পাঁচশো বছর ধরে হচ্ছে শ্মশানকালীর পুজো!
আরও দেখুন

Madan Maity

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
New Look Digha In Kali Puja 2025: ৩০০ বছরের পুরনো জাগ্রত মন্দির, কালীপুজোয় দিঘায় নায়েকালী মন্দিরে আসবেন, দর্শনেই হব মনস্কামনা পূরণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল