নতুন ভবনের অন্যতম বৈশিষ্ট্য হল এর উন্নত নিরাপত্তা অবকাঠামো। অত্যন্ত নিরাপদ কাজের উপযোগী পরিবেশ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রবেশ অধিকার। যেমন বায়োমেট্রিক এবং মুখের স্বীকৃতি-ভিত্তিক অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম দিয়ে সজ্জিত। রিয়েল-টাইম মনিটরিং এবং নিরাপত্তার জন্য সিসিটিভি নজরদারি রয়েছে।
advertisement
কলকাতার পুরানো ডিআরএম ভবনটি ১৯৫২ সালে পূর্ব রেলওয়ে জোনের অংশ হয়ে ওঠে। এতদিন ধরে রেল প্রশাসনের যাবতীয় কাজ সেখানেই পরিচালিত হত। নতুন ডিআরএম ভবনের উদ্বোধন হাওড়ায়। এটি ভারতীয় রেলওয়ের আধুনিকীকরণ এবং টেকসই উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়। ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেউসকর এবং শ্রীমতি শ্রীমা দেউসকর এই নতুন ভবনের উদ্বোধন করেন।
শ্রী সঞ্জীব কুমার, ডিআরএম হাওড়া এবং ইস্টার্ন রেলওয়ে উইমেনস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি শ্রীমতি রীনা যশবাল। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী এস.পি. সিং, অতিরিক্ত মহাব্যবস্থাপক এবং বিভাগীয় প্রধান (পিএইচওডি), ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পূর্ব রেলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাকেশ মাইতি






