Girl Physically Harassed: প্রেমিকের হাত-পা বেঁধে...সমুদ্র সৈকতে কলেজ ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ১০ অভিযুক্ত! ওড়িশার ঘটনায় তোলপাড় দেশ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Girl Physically Assaulted: ওড়িশায় সমুদ্র সৈকতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ।
ভুবনেশ্বর: ওড়িশায় সমুদ্র সৈকতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। অভিযোগ ২০ বছর বয়সীকে কলেজ ছাত্রীকে গণধর্ষণ করে ১০ যুবক। ভুবনেশ্বরের ঘটনায় তোলপাড় গোটা দেশে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে অভিযুক্তরা কেউই স্থানীয় নয়। ইতিমধ্যেই সমস্ত অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ওড়িশার ভুবনেশ্বরে গঞ্জাম জেলার গোপালপুর এলাকার একটি সমুদ্র সৈকতে ঘটেছে বলেই সূত্রের খবর। জানা গিয়েছে নির্যাতিতা বেসরকারি কলেজের স্নাতক স্তরের ছাত্রী। সোমবার নির্যাতিতা গোপালপুর থানায় নির্যাতিতা অভিযোগ দায়ের করার পরপরই এই খবর প্রকাশ্যে আসে।
advertisement
advertisement
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। তরুণী অন্য তিন মহিলার সঙ্গেই একটি বেসরকারি মেসে থাকেন। রাজা উৎসব উপলক্ষে তরুণী তার সহপাঠী প্রেমিকের সঙ্গে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন। তরুণীর অভিযোগ, তিনি এবং তাঁর প্রেমিক যখন একটি নির্জন স্থানে বসেছিলেন সেখানেই ওই ১০ অভিযুক্ত আসে। তার প্রেমিককে হাত পা বেঁধে রাখেন এবং পালাক্রমে তাঁকে ধর্ষণ করেন।
advertisement
ঘটনার সঙ্গে জড়িত ১০ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ‘‘অভিযুক্তরা সকলেই প্রাপ্তবয়স্ক এবং আমরা বিভিন্ন দিক থেকে তাদের জিজ্ঞাসাবাদ করছি।’’ অন্য এক সিনিয়র পুলিশ কর্তা জানিয়েছেন যে আটককৃত ব্যক্তিরা স্থানীয় নয় এবং উৎসব উপলক্ষে সমুদ্র সৈকতে গিয়েছিলেন। পুলিশ আরও জানিয়েছে যে তদন্তের অংশ হিসাবে নির্যাতিতা এবং অভিযুক্তদের ডাক্তারি পরীক্ষাও করা হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2025 2:07 PM IST