ব্যবসা করার ইচ্ছা আমাদের সকলের থাকলেও প্রয়োজনীয় পুঁজির অভাব এবং দোকান বা শোরুম দেওয়ার মতো যথেষ্ট পরিমাণে জায়গা থাকে না। তবে বর্তমান ডিজিটাল দুনিয়া এখন অনলাইনের মাধ্যমে লক্ষাধিক টাকার ব্যবসা করে ফেলছেন অনেকেই। তার জন্য সবার আগে প্রয়োজন একটি ওয়েবসাইটের। নিজের দোকানের অনলাইন ওয়েবসাইট খুলে আপনিও অনলাইনে মাধ্যমে করতে পারেন যে কোনও ধরনের ব্যবসা। কিংবা যারা ইতিমধ্যেই দোকান অথবা শোরুম দিয়ে ব্যবসা শুরু করে ফেলেছেন তারা তাদের ব্যবসায় বাড়তি গতি বাড়ানোর জন্য চলে আসতে পারেন এই ডিজিটাল দুনিয়ায়।
advertisement
আরও পড়ুন: হাল ফিরছে লালের, শুভেন্দুর জেলায় বিরাট সাফল্য সিপিএমের! উড়ছে লাল আবির
যেখানে আপনি মুনাফা অর্জন করার সুযোগ পাবেন সীমাহীন। তবে ডিজিটাল ওয়েবসাইট এখন অনেকেই বানিয়ে থাকেন। তবে নদিয়ার নবদ্বীপের শুভজিৎ ঘোষ ডিজিটাল ওয়েবসাইটে নিয়ে এসেছেন এক যুগান্তকারী পরিবর্তন। বিভিন্ন নামিদামি কোম্পানি কিংবা অনলাইন ই-কমার্সে আমরা যেকোনো জিনিস কিনলে পরে ইএমআই র অর্থাৎ কিস্তিতে টাকা দেওয়ার সুযোগ পাই।
আরও পড়ুন: ‘আমার বাড়িতে দুজন…’, কাদের কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? কোচবিহারে শোরগোল
সে ক্ষেত্রে দোকানদার সম্পূর্ণ টাকা পেয়ে যায় ব্যাংকের তরফ থেকে। এরপর ব্যাংক কিস্তিতে অর্থাৎ ইএমআইতে টাকা নেয় খরিদ্দার এর কাছ থেকে।নবদ্বীপের শুভজিৎ ঘোষ এবং তার সংস্থা আই কে ডি টেকনোলজি প্রাইভেট লিমিটেড এবার ছোট ব্যবসায়ী এবং যারা স্বপ্ন দেখছে ব্যবসা করার তাদের জন্য নিয়ে এল অনলাইন ওয়েবসাইটের মধ্যেই ১০০% ই এম আই এর সুবিধা। অর্থাৎ তারা যেই ওয়েবসাইট বানিয়ে দেন সেখানে আপনি ১০০% নিশ্চিতভাবে ইএমআই সুবিধা পেয়ে যাবেন আপনাদের ওয়েবসাইটে।
সেই সুবিধা আপনারা দিতে পারবেন আপনাদের নির্দিষ্ট খরিদ্দার কে। যেখানে বড় বড় ই-কমার্স সাইটের মত একই পদ্ধতিতে আপনি আপনার খরিদ্দারকে দিতে পারবেন ইএমআই এবং পেয়ে লেটার এর মত সুবিধাও!
—— Mainak Debnath