এই অবস্থায় নতুন করে উদ্যোগী হয়েছে প্রশাসন ও মালিক সংগঠন। জানা গিয়েছে, নতুন বাস রুট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাত্রীসুবিধার কথা মাথায় রেখে। বারাসাত-ডানকুনি হাউসিং বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবার চালু হল ‘বারাসাত থেকে ডানকুনি’ পর্যন্ত নতুন বাস রুট। বেসরকারি উদ্যোগে এই নতুন রুটের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই রুট চালুর ফলে জেলার যাত্রীদের যোগাযোগ আরও মসৃণ হবে। একই সঙ্গে বহুদিন পর নতুন বাস রুট চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসাহও দেখা দিয়েছে। যাত্রী ও চালক-মালিক উভয়ের পক্ষেই এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
এই বাস বারাসত, মধ্যমগ্রাম, সোদপুর, বিটি রোড, দক্ষিণেশ্বর, বালি ব্রিজ হয়ে পৌঁছাবে ডানকুনিতে। শুরুতেই ৭টি বাস এই রুটে চালু হয়েছে বলেই জানা গিয়েছে। সকাল ৬টা থেকে শুরু হয়ে প্রতি এক ঘণ্টা অন্তর বাস চলবে। প্রশাসন ও বাস মালিক সংগঠনের এই যৌথ উদ্যোগে ফের আশার আলো দেখছেন জেলার বাসযাত্রী ও পরিবহনকর্মীরা।
রুদ্র নারায়ণ রায়






