Snake Bite: জমির মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে ছিল 'মহাবিপদ'! জল দিতে গিয়ে প্রাণে বাঁচল না যুবক, বাড়িতে হাহাকার

Last Updated:

প্রসঙ্গত, সাপের কামড়ে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে এই রাজ্যে এমন ঘটনা ঘটেছে। বিশেষ করে বর্ষাকালে, যখন সাপের উপদ্রব বাড়ে, তখন গ্রামে বহু মানুষ সাপের কামড়ে আক্রান্ত হন৷

Representative Image
Representative Image
ক্যানিং: সাপের কামড়ে মৃত্যু এক ব্যক্তির৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলী থানার মাধবপুর গ্রামে৷ গ্রামের এক ব্যক্তি, নাম দীপঙ্কর দাস, বয়স মাত্র ৩৮ বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে জমিতে জল দিতে গিয়েছিল দীপঙ্কর৷ সেই সময় তাঁর পায়ে কিছু একটা কামড় দেয় সাপ। এরপরে তাঁকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর দীপঙ্কর দাসের অবস্থার অবনতি হয়৷ তখনই গ্রামীণ হাসপাতাল থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন৷
ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসার পরপরই চিকিৎসক দীপঙ্কর দাস (৩৮)কে মৃত বলে ঘোষণা করেন। এভাবে পরিবারের এক ছেলের অকালে মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য।
advertisement
প্রসঙ্গত, সাপের কামড়ে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে এই রাজ্যে এমন ঘটনা ঘটেছে। বিশেষ করে বর্ষাকালে, যখন সাপের উপদ্রব বাড়ে, তখন গ্রামে বহু মানুষ সাপের কামড়ে আক্রান্ত হন৷ কারও মৃত্যু হয়, কেউ আবার প্রাণে বেঁচে যান৷ তবে দক্ষিণ ২৪ পরগনার দীপঙ্কর দাস বাঁচতে পারলেন না। পরিবার জানিয়েছে, জমিতে জল দিতে গিয়ে তাঁর পায়ে কিছু একটা কামড়ায়। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়েন এই যুবক। স্বাভাবতই তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে৷
advertisement
অনুপ বিশ্বাস
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Snake Bite: জমির মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে ছিল 'মহাবিপদ'! জল দিতে গিয়ে প্রাণে বাঁচল না যুবক, বাড়িতে হাহাকার
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement