TRENDING:

Purulia News: হাতের কাছে অপরূপ প্রকৃতি, খরচ হবে সামান্যই, পুরুলিয়ার লুকানো স্বর্গ ঝরনাকোচা

Last Updated:

Purulia News:  প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গস্বরূপ পুরুলিয়ার এই জায়গা , না গেলে মিস করবেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: রাজ্য পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে পুরুলিয়ার ঝরনাকোচা। শুধুমাত্র সাইট সিয়িং নয় পর্যটক আবাসের ব্যবস্থা করেও ঝরনাকোচাকে সামগ্রিকভাবে পর্যটন কেন্দ্রের রূপে সাজিয়ে তুলল ব্লক প্রশাসন। বলা যেতেই পারে পুরুলিয়ার নতুন টুরিস্ট স্পটের তালিকায় জায়গা করে নিয়েছে ঝরনাকোচা। বরাবাজার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এটিকে ফুলঝোর-ঝরনাকোচা-ধারবুরু পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয়েছে। ‌এ-বছর লক্ষ্মীপুজোর দিন আনুষ্ঠানিকভাবে বরাবাজারের বিডিও মধুসূদন রাইহানের হাত ধরে এই পর্যটক আবাসের দ্ধারউদঘাটন হয়।‌ আনুমানিক প্রায় তিন লক্ষ টাকা ব্যয় এই পর্যটক আবাসন‌‌ গড়ে তোলা হয়েছে। ‌
পুরুলিয়ার বেড়ানোর সেরা ঠিকানা এই জায়গা
পুরুলিয়ার বেড়ানোর সেরা ঠিকানা এই জায়গা
advertisement

বরাবাজার ব্লক প্রশাসনের উদ্যোগে দীর্ঘ প্রায় পাঁচ বছর আগে এই পর্যটন কেন্দ্র প্রকাশ্যে এসেছিল। কিন্তু এখানে পর্যটকদের জন্য থাকার কোন ব্যবস্থা না হওয়ার কারণে পুরুলিয়ার একটি সাইট সিয়িং হিসেবেই পর্যটকদের ভ্রমণের তালিকায় জায়গা করে নেয় এই ঝরনাকোচা। ‌ এবার পর্যটকদের কথা চিন্তা করে বড়বাজার ব্লক প্রশাসন একটি কমিউনিটি হলকে নব রূপে সুসজ্জিত করে পর্যটক আবাসের রূপে গড়ে তুলেছে। ‌ এই আবাসনে আপাতত ৮ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে। এই পর্যটক আবাসন নিয়ে আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে প্রশাসনের। আগামী দিনে এই পর্যটক আবাস বুকিং করতে হলে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের ওয়েবসাইট থেকে করা যাবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

advertisement

প্রকৃতিপ্রেমীদের কাছে একেবারেই স্বর্গের মত ঝরনাকোচা। সবুজ উপত্যকায় ঢাকা এই ঝরনাকোচা খুব সহজেই পর্যটকদের চোখ টানে। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যায় এই পর্যটন কেন্দ্রে। ‌ সবুজে ঘেরা এই পর্যটন কেন্দ্রের চারিদিকে শুনতে পাওয়া যায় পাখির ডাক। ঝরনাকোচা ছুঁয়ে ধারবুরু পাহাড় পর্যন্ত যাওয়া যায়। প্রায় ৫ কিলোমিটার পথ ট্রাকিং রুট হিসাবে তুলে ধরা হয়েছে। যা পাহাড় প্রেমীদের কাছে খুবই পছন্দের হয়ে উঠেছে।

advertisement

View More

বরাবাজার ব্লক প্রশাসন সূত্র অনুযায়ী জানা গিয়েছে , বরাবাজার পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে গড়ে ওঠা এই পর্যটক আবাসটি দেখাশোনা করবে সিন্দরি গ্রাম পঞ্চায়েত ও স্থানীয় একটি ক্লাব। পর্যটকদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করবে স্থানীয় ওই ক্লাবটি। এর ফলে কিছুটা হলেও আয়ের বন্দোবস্ত হবে। একেবারেই ঘরোয়া ও গ্রাম্য খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে পর্যটকদের জন্য। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পুরুলিয়ার অন্যতম পর্যটন কেন্দ্রের তালিকায় জায়গা করে নিচ্ছে এই ঝরনাকোচা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: হাতের কাছে অপরূপ প্রকৃতি, খরচ হবে সামান্যই, পুরুলিয়ার লুকানো স্বর্গ ঝরনাকোচা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল