TRENDING:

Nepal Gen Z Protest: চোখের চিকিৎসা করাতে গিয়ে চোখের সামনেই এ কী ভয়ঙ্কর দৃশ্য! নেপালে গিয়ে ফরাক্কার বাসিন্দা যা দেখলেন, অবিশ্বাস্য!

Last Updated:

Nepal Gen Z Protest: দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তাঁরা। পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। আর যা চোখের সামনে এত অশান্তি দেখে এখনও ভুলতে পারছেন না ফরাক্কার বাসিন্দা সত্যেন ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফরাক্কা, কৌশিক অধিকারী : ছাত্র-যুব আন্দোলনে সোমবার এবং মঙ্গলবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় নেপালে। কাঠমান্ডু থেকে বিদ্রোহের সূত্রপাত হলেও তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে নেপাল জুড়ে। হাজার হাজার বিদ্রোহী নেমে পড়েন রাস্তায়। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান।
advertisement

দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তাঁরা। পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। আর যা চোখের সামনে এত অশান্তি দেখে এখনও ভুলতে পারছেন না ফরাক্কার বাসিন্দা সত্যেন ঘোষ।

চোখের চিকিৎসার জন্য বিখ্যাত নেপাল। মুর্শিদাবাদ-সহ রাজ্যের বহু মানুষ যান নেপালে চোখের চিকিৎসা করানোর জন্য। ঠিক তেমনই গিয়েছিলেন ফরাক্কার ব্লকের পলাশী গ্রামের বাসিন্দা সত্যেন ঘোষ। সত্যেন ঘোষ পেশায় একজন গাড়ির চালক। ফরাক্কা ব্যারেজ আবাসন থেকে দুইভাইকে সঙ্গে নিয়ে চোখের চিকিৎসা করার জন্য নেপালে নিয়ে গিয়েছিল। দুই দিন আগে নেপালের ভিতরে প্রবেশ করেন।

advertisement

আরও পড়ুন: পরীক্ষা আর দেওয়া হল না! বাইকে চড়ে উচ্চ মাধ্যমিক দিতে যাওয়ার পথেই পিষ্ট দুই ছাত্র, মর্মান্তিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য

View More

তাঁর চোখের সামনে দেখে নেপালের উত্তাপ পরিস্তিতি। এবং তাঁদের দিকে এগিয়ে আসছে লোকজন। সেই সময় পরিস্থিতি খারাপ বুঝতে পেরেই গাড়ি চালক সত্যেন ঘোষ গাড়ি ঘুরিয়ে আবার ভারতের দিকে ফিরে আসে। তারপর ওই দুইভাই শিলিগুড়িতে নেমে যায়। বুধবার ফরাক্কায় ফিরে আসে গাড়ি চালক সত্যেন ঘোষ। চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ঘটনার বিবরণ দিতে গিয়ে হাঁপিয়ে উঠছেন তিনি।

advertisement

আরও পড়ুন: ২০২৫ সালের NIRF র‍্যাঙ্কিংয়ে শীর্ষে কোন কলেজ? দেশের সেরা ১০ ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনের বাংলার কোন নাম? চমকে যাবেন

সত্যেন ঘোষ জানিয়েছেন, ‘আমাদেরকে নেপাল ঢোকার সময় নিরাপত্তারক্ষীরা বারণ করেছিলেন। আমরা গাড়ি নিয়ে নেপাল প্রবেশ করি। কিন্তু ভাবিনি এমন ঘটনা ঘটবে। পশ্চিমবঙ্গের নম্বর প্লেট দেখা গাড়ি দেখেই ধাওয়া করেছিল ক্ষিপ্ত সাধারণ মানুষ। পরে কোনও রকমে প্রাণে রক্ষা পেয়ে ফিরে আসি। এখনও ভুলতে পারছি না সেই ঘটনা। আমরা চাই নেপাল সুস্থ অবস্থায় ফিরে আসুক। শান্তি ফিরুক নেপালে।’

advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, ছাত্র-যুব আন্দোলনে সোমবার এবং মঙ্গলবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় নেপালে। অন্যদিকে, নেপালের বাঁকে জেলার সংশোধনাগারের সংঘর্ষে পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। অন্যদিকে, আনুষ্ঠানিক ভাবে নেপালের দায়িত্ব নিয়েছে সে দেশের সেনাবাহিনী। বিবৃতি দিয়ে জানানো হয়েছে, যত দিন পর্যন্ত না নতুন সরকার গঠিত হচ্ছে, তত দিন দেশের শাসনভার চালাবে তারা। শুধু তা-ই নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ জুড়ে কার্ফু জারি করা হয়েছে সেনার তরফে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nepal Gen Z Protest: চোখের চিকিৎসা করাতে গিয়ে চোখের সামনেই এ কী ভয়ঙ্কর দৃশ্য! নেপালে গিয়ে ফরাক্কার বাসিন্দা যা দেখলেন, অবিশ্বাস্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল