HS Exam 2025 Accident: পরীক্ষা আর দেওয়া হল না! বাইকে চড়ে উচ্চ মাধ্যমিক দিতে যাওয়ার পথেই পিষ্ট দুই ছাত্র, মর্মান্তিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
HS Exam 2025 Accident: বুধবার উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা ছিল তাঁদের। দুই বন্ধু বাইকে করে রতুয়া হাই স্কুলে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। যাওয়ার পথেই সব শেষ। পরীক্ষা দিতে যাওয়ার পথে জীবন শেষ।
মালদহ, জিএম মোমিন: মোটরবাইকে চেপে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি দুই বন্ধুর। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল দুই পরীক্ষার্থীর।
জানা গিয়েছে, মৃত দুই পরীক্ষার্থীর নাম তন্ময় প্রামাণিক ও মোহাম্মদ রেহান। দু’জনেরই বাড়ি পুখুরিয়া থানার শ্রীপুর বল্লভপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এরা দুজনেই সামসী এগ্রিল হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। বুধবার উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা ছিল তাঁদের।
advertisement
আরও পড়ুন: আবেদনকারী ৩ লক্ষ ১৯ হাজারের বেশি, কিন্তু SSC পরীক্ষায় বসলেন কত জন? চমকে ওঠা তথ্য কমিশনের! SSC চেয়ারম্যানের বড় দাবি
এদিন এই দুই বন্ধু বাইকে করে রতুয়া হাই স্কুলে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। যাওয়ার পথে সামসী মতিগঞ্জ পার হয়ে কিছুটা দূরে রতুয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের মুখোমুখি সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই রাস্তার উপর ছিটকে পড়ে মৃত্যু হয় তাঁদের। এই ঘটনার জেরে রতুয়া সামসী রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
advertisement
আরও পড়ুন: ২০২৫ সালের NIRF র্যাঙ্কিংয়ে শীর্ষে কোন কলেজ? দেশের সেরা ১০ ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনের বাংলার কোন নাম? চমকে যাবেন
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামসী ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় সামসী গ্রামীণ হাসপাতালে। মৃত দুই ছাত্রের দেহ সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে তাঁদের দেখার জন্য মানুষের ঢল নামে। তন্ময়ের বাবা তপন প্রামাণিক একটা সেলুনের দোকান চালান। রেহানের বাবা পেশায় কৃষক। দুই ছাত্রের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে সামসী এগ্রিল হাই স্কুল-সহ শ্রীপুর এলাকায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 2:42 PM IST