SSC Exam 2025: আবেদনকারী ৩ লক্ষ ১৯ হাজারের বেশি, কিন্তু SSC পরীক্ষায় বসলেন কত জন? চমকে ওঠা তথ্য কমিশনের! SSC চেয়ারম্যানের বড় দাবি
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
SSC Exam 2025: ৯ বছর পর ফের রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হল রবিবার। বহু বিতর্কিত এই চাকরির পরীক্ষায় রবিবার আবেদনকারীর সংখ্যা প্রায় সাড়ে ৩ লক্ষের কাছাকাছি। তবে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, পরীক্ষায় আবেদন করেও অনেকেই এসএসসি দিলেন না।
কলকাতা: আবেদন করেও অনেকেই SSC পরীক্ষায় বসলেন না রবিবার। নির্বিঘ্নে পরীক্ষা মেটার দাবি করলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি বলেন, “পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে। কোথাও থেকে কোনওরকম অভিযোগ আসেনি। ” অন্যদিকে, সকল চাকরিপ্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এসএসসি তরফে সরকারি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রবিবার মোট উপস্থিতির হার ৯১ শতাংশ। বাইরের রাজ্য থেকে ৩১ হাজারেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। নির্বিঘ্নেই পরীক্ষা শেষ হয়েছে।
৯ বছর পর ফের রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হল রবিবার। বহু বিতর্কিত এই চাকরির পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা এদিন প্রায় সাড়ে তিন লক্ষের কাছাকাছি। তবে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, পরীক্ষায় আবেদন করেও অনেকেই এসএসসি দিলেন না।
আরও পড়ুন: দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকা প্রকাশ, প্রথম ১০-এ বাংলার কোন কলেজ? নামটা জানলে গর্বিত হবেন
স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর, একটি জেলা থেকে এখনও পর্যন্ত পরীক্ষার্থীদের উপস্থিতির হার ৭৬.৫%। কলকাতায় মোট পরীক্ষার্থীদের মধ্য থেকে ৭২ শতাংশ উপস্থিতি হয়েছে। এমনই রিপোর্ট হাতে এল রাজ্যের কাছে।
advertisement
advertisement
Today, 3.5 lakh candidates appeared across 636 centres for the Assistant Teacher recruitment exam (Classes IX–X), which was conducted successfully. My sincere congratulations to all candidates, WBCSSC, the School Education Department, and all officials involved. The entire…
— Bratya Basu (@basu_bratya) September 7, 2025
advertisement
পরীক্ষার জন্য আবেদন করেও বসলেন না একাধিক পরীক্ষার্থী। কলকাতা জেলাতেই প্রায় ২৮ শতাংশ অনুপস্থিতি পরীক্ষার্থীদের। জেলায় জেলায়ও উপস্থিতির হার গড়ে ৭৬.৫ শতাংশ হলেও কোনও কোনও জেলায় সেটা ৮০ শতাংশ, আবার কোনও কোনও জেলায় সেটা ৮২ থেকে ৮৩ শতাংশ পর্যন্ত গিয়েছে।
আরও পড়ুন: মানুষ চাইলে সব পারে, প্রমাণ দিলেন সঞ্চয় স্যার! একসময়ের ‘হাসির পাত্র’ আজ কলেজের সহকারী অধ্যাপক
অর্থাৎ দেখা যাচ্ছে যত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষার জন্য আবেদন করেছিলেন তার মধ্যে থেকে জেলাভিত্তিক ১৭ থেকে ১৮, কোনও কোনও জেলায় ২০, কোনও কোনও জেলায় ২২ শতাংশ পর্যন্ত পরীক্ষার্থী পরীক্ষা দিতে এলেন না।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2025 3:44 PM IST