TRENDING:

West Medinipur News: আইআইটি খড়গপুরের ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অনন্য নজির গড়েছে

Last Updated:

আক্ষরিক অর্থে গ্রন্থাগারে বসে বই পড়া নয়, আইআইটি খড়গপুরের এই গ্রন্থাগার থেকে সমস্ত বই, জার্নাল পাওয়া যাবে ডিজিটালি। প্রযুক্তিবিদ্যার শ্রেষ্ঠ ঠিকানা আইআইটি খড়্গপুরে রয়েছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: ধীরে ধীরে কদর কমছে গ্রন্থাগারের। ব্যস্ততার যুগে গ্রন্থাগারে বসে বই পড়ার সময় নেই মানুষের। বদলে ছাত্র-ছাত্রী থেকে অধ্যাপক, সাধারণ পাঠক প্রায় সকলেই স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপেই ডিজিটাল বই পড়ে কাজ মিটিয়ে ফেলছেন। এদিকে এই পরিবর্তনের জমানার সঙ্গে তাল মেলাতে না পেরে রাজ্যের গ্রন্থাগারগুলো ক্রমশ ধুঁকছে। যদিও এর উল্টো ছবি দেখা গেল আইআইটি খড়গপুরে। এখানে আছে ডিজিটাল লাইব্রেরি, যা বিশ্বক্ষেত্রে বিশেষ অধ্যায়ের সূচনা করেছে।
advertisement

আক্ষরিক অর্থে গ্রন্থাগারে বসে বই পড়া নয়, আইআইটি খড়গপুরের এই গ্রন্থাগার থেকে সমস্ত বই, জার্নাল পাওয়া যাবে ডিজিটালি। প্রযুক্তিবিদ্যার শ্রেষ্ঠ ঠিকানা আইআইটি খড়্গপুরে রয়েছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি। এই গ্রন্থাগারের আরও উন্নতির লক্ষ্যে তিন দিনের বিশেষ আন্তর্জাতিক কর্মশালা আয়োজিত হল আইআইটি খড়গপুরে। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।

আরও পড়ুন: ছট পুজোর শেষ দিনে পূর্বস্থলীতে ছিলেন মন্ত্রী, তারপর যা হল…

advertisement

মানুষ গ্রন্থাগারের না গেলেও বই পড়ে না এমনটা নয়। যারা পড়াশোনা করতে ভালোবাসেন তাঁরা মূলত ডিজিটালি বইপত্র পড়ছেন আজকাল। তাঁদের কথা ভেবেই ২০১৫ সালে প্রথম পাইলট প্রজেক্ট হিসেবে এই ডিজিটাল লাইব্রেরির পথচলা শুরু হয়। এরপর ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির। ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরিতে ১০০ মিলিয়নেরও বেশি বিষয়বস্তুর উপর বইয়ের ডিজিটাল কপি আছে। প্রতিদিন প্রায় আড়াই থেকে সাড়ে তিন লক্ষ কনটেন্ট পড়া এবং ডাউনলোড সম্ভব। শুধু ভারতবর্ষই নয়, সারা বিশ্বের কাছে এটি অনন্য নজির। ভারত সরকারের তত্ত্বাবধানে আইআইটি খড়গপুর দ্বারা বাস্তবায়িত এই ডিজিটাল লাইব্রেরি গবেষক, পড়ুয়া, শিক্ষাবিদ, শিক্ষাকর্মীদের মধ্যে ছড়িয়ে দিতে আইআইটি খড়গপুরে শুরু হল তিন দিনের বিশেষ আন্তর্জাতিক সেমিনার। শিক্ষার ন্যায়সঙ্গত এবং টেকসই উন্নয়নের প্রচারে ডিজিটাল লাইব্রেরির ভূমিকা নিয়ে আলোচনা করার জন্য বিশ্বজুড়ে বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক এবং অনুশীলনকারীদের একত্রিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সেমিনারের উদ্বোধন করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ধারওয়াডের ডিরেক্টর ভেনকাপ্যায়া আর দেশাই।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: আইআইটি খড়গপুরের ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অনন্য নজির গড়েছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল