আক্ষরিক অর্থে গ্রন্থাগারে বসে বই পড়া নয়, আইআইটি খড়গপুরের এই গ্রন্থাগার থেকে সমস্ত বই, জার্নাল পাওয়া যাবে ডিজিটালি। প্রযুক্তিবিদ্যার শ্রেষ্ঠ ঠিকানা আইআইটি খড়্গপুরে রয়েছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি। এই গ্রন্থাগারের আরও উন্নতির লক্ষ্যে তিন দিনের বিশেষ আন্তর্জাতিক কর্মশালা আয়োজিত হল আইআইটি খড়গপুরে। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।
আরও পড়ুন: ছট পুজোর শেষ দিনে পূর্বস্থলীতে ছিলেন মন্ত্রী, তারপর যা হল…
advertisement
মানুষ গ্রন্থাগারের না গেলেও বই পড়ে না এমনটা নয়। যারা পড়াশোনা করতে ভালোবাসেন তাঁরা মূলত ডিজিটালি বইপত্র পড়ছেন আজকাল। তাঁদের কথা ভেবেই ২০১৫ সালে প্রথম পাইলট প্রজেক্ট হিসেবে এই ডিজিটাল লাইব্রেরির পথচলা শুরু হয়। এরপর ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির। ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরিতে ১০০ মিলিয়নেরও বেশি বিষয়বস্তুর উপর বইয়ের ডিজিটাল কপি আছে। প্রতিদিন প্রায় আড়াই থেকে সাড়ে তিন লক্ষ কনটেন্ট পড়া এবং ডাউনলোড সম্ভব। শুধু ভারতবর্ষই নয়, সারা বিশ্বের কাছে এটি অনন্য নজির। ভারত সরকারের তত্ত্বাবধানে আইআইটি খড়গপুর দ্বারা বাস্তবায়িত এই ডিজিটাল লাইব্রেরি গবেষক, পড়ুয়া, শিক্ষাবিদ, শিক্ষাকর্মীদের মধ্যে ছড়িয়ে দিতে আইআইটি খড়গপুরে শুরু হল তিন দিনের বিশেষ আন্তর্জাতিক সেমিনার। শিক্ষার ন্যায়সঙ্গত এবং টেকসই উন্নয়নের প্রচারে ডিজিটাল লাইব্রেরির ভূমিকা নিয়ে আলোচনা করার জন্য বিশ্বজুড়ে বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক এবং অনুশীলনকারীদের একত্রিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সেমিনারের উদ্বোধন করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ধারওয়াডের ডিরেক্টর ভেনকাপ্যায়া আর দেশাই।
রঞ্জন চন্দ