Chhath Puja 2023: ছট পুজোর শেষ দিনে পূর্বস্থলীতে ছিলেন মন্ত্রী, তারপর যা হল...

Last Updated:

এই দিন ভোরে নিয়ম মেনে শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত অটো স্ট্যান্ড বৈরাগী পাড়া মুড়ি গঙ্গার ঘাটে অনুষ্ঠিত হয় ছট পুজো

+
title=

পূর্ব বর্ধমান: পূর্বস্থলী-১ ব্লকে পালিত হল ছট পুজো। হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সহ স্থানীয় রাজনৈতিক নেতৃত্ববৃন্দ। চারদিনব্যাপী পালিত ছট পুজো সোমবার ভোরে পুজোর মধ্য দিয়ে শেষ হল। উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে সমাপ্ত হয় এই উৎসব। ছটপুজো বঙ্গবাসীর উৎসব না হলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হয় এই উৎসব। রাজ্যজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবাঙালিরা মেতে ওঠেন এই পুজোয়। ভোর থেকেই নিজস্ব নিয়ম রীতি মেনে জলাশয়ে বিভিন্ন উপাচার অর্পণ করে থাকেন ব্রত পালনকারীরা। ছট পুজোর এই চেনা ছবিই এদিন ধরা পড়ল পুর্বস্থলী-১ ব্লকে।
এই দিন ভোরে নিয়ম মেনে শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত অটো স্ট্যান্ড বৈরাগী পাড়া মুড়ি গঙ্গার ঘাটে অনুষ্ঠিত হয় ছট পুজো। এলাকায় বসবাসকারী সকল অবাঙালিরা ছট্টি মাইয়ার আরাধনার জন্য উপস্থিত হন মুড়ি গঙ্গার ধারে। এদিন ভোরে ছট পুজোর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক স্বপন দেবনাথ। অবাঙালিদের এই উৎসবে সামিল হন তিনিও। এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া, ‘প্রতিবছরই আমরা এখানে ছট পুজো করি। আমাদের এখানে ধাত্রীগ্রামে ছট পুজো হয়, দামোদর পাড়াতে হয়, শ্রীরামপুর মুড়ি গঙ্গার পাড়ে হয়। আজকে যখন সূর্য উঠল তাঁকে প্রণাম জানিয়ে উপাচার শেষ হল। এখানে আমরা ঠেকুয়া, প্রসাদ, ফল ফলাদি খাওয়াই।
advertisement
advertisement
পাশাপাশি মন্ত্রী স্বপন দেবনাথ আরও জানিয়েছেন, এই উপলক্ষ্যে এলাকায় শীতবস্ত্র প্রদান করা হয়। বেশ কিছুজন দুঃস্থ মহিলাদের হাতে শীতবস্ত্র প্রদান করা হয়। জানা গিয়েছে, প্রায় আড়াইশো মহিলাদের শীতবস্ত্র দান করা হয়েছে। প্রতি বছরই এই আয়োজন করা হয় বলে জানিয়েছেন স্বপন দেবনাথ। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী স্বপন দেবনাথ ছাড়াও উপস্থিত ছিলেন পূর্বস্থলী-১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, পূর্ত কর্মাধক্ষ্য পরিমল দেবনাথ, পঞ্চায়েত প্রধান রীতা দেবনাথ, উপপ্রধান স্বপন ঘোষ সহ অনেকে। প্রশাসনের এহেন উদ্যোগ এবং ছট পুজো, দুয়ে মিলে আনন্দে মেতে ওঠে স্থানীয়রা।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chhath Puja 2023: ছট পুজোর শেষ দিনে পূর্বস্থলীতে ছিলেন মন্ত্রী, তারপর যা হল...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement