Birbhum News: বিসর্জন শোভাযাত্রায় যোগ দিতে হলে চুলে করাতে হবে রং! এ যেন লাল-নীল-সবুজ বাহারি মাথার প্রদর্শনী
- Reported by:SOUVIK ROY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
এখানে যুবসমাজ বিভিন্ন রকম হেয়ার স্টাইল ও চুলে রকমারির রং করে প্রতিমা নিরঞ্জন করতে বের হয়। সিউড়ির আরটি মোড়, মসজিদ মোড়, প্রশাসন ভবন মোড়ে হাজার হাজার মানুষ অপেক্ষা করে থাকেন প্রতিমা নিরঞ্জন দেখার জন্য
বীরভূম: কথাতে রয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। যে কোনও পুজো নিয়ে মানুষের মধ্যে উৎসাহ থাকে। কোন ক্লাব কী থিম তৈরি করছে,কাদের আলোকসজ্জা কেমন হবে, কার প্রতিমা কেমনভাবে সেজে উঠবে এইসব বিষয় নিয়ে মাতামাতি থেকে যথেষ্ট। কিন্তু সিউড়ির লালকুঠি পাড়ার বামদেব ক্লাব এই নিরিখে ব্যতিক্রম। বীরভূমের বাসিন্দারা তাকিয়ে থাকেন সিউড়ির বামদেব ক্লাবের প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা দেখার জন্য। আর এখানে বিসর্জনের বিশেষত্ব হল ‘হেয়ার স্টাইল’। যা দেখতে ভিড় করেন অসংখ্য মানুষ।
এখানে যুবসমাজ বিভিন্ন রকম হেয়ার স্টাইল ও চুলে রকমারির রং করে প্রতিমা নিরঞ্জন করতে বের হয়। সিউড়ির আরটি মোড়, মসজিদ মোড়, প্রশাসন ভবন মোড়ে হাজার হাজার মানুষ অপেক্ষা করে থাকেন প্রতিমা নিরঞ্জন দেখার জন্য। ক্লাবের সদস্যদের দাবি, বিসর্জনের দু’দিন আগে থেকেই বিভিন্ন সেলুনে লাইন দিয়ে চুলে রং করান কিশোর-যুবকরা। কেউ চুলে লাল রং করেন, কেউ নীল, আবার কেউবা সবুজ রঙে রাঙিয়ে তোলেন নিজেদের চুল।
advertisement
advertisement
ক্লাবের সদস্যরা জানান, প্রধানত পাড়ার ১০ থেকে ২৫ বছর বয়সের যুবকেরা লাল, নীল কিংবা সবুজ রং করা চুল নিয়ে বিসর্জনের শোভাযাত্রায় সামিল হয়। তবে তার মেয়াদ থাকে মাত্র একদিন। বিসর্জনের পরের দিনই আবার সবাই পুনরায় আগের মতই লাইন দিয়ে চুলে কালো রং করে ফেলেন। যেহেতু এভাবেই প্রতিমা নিরঞ্জন হচ্ছে এর জন্য বাড়ির সদস্যরাও কোনওরকম বাধা দেন না। এটা এই এলাকার ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে।
advertisement
ক্লাবের সূত্রে আরও জানা গিয়েছে, পুজোর বাজেটের প্রায় অর্ধেক টাকা বরাদ্দ থাকে শুধুমাত্র বিসর্জনের জন্য। ক্লাবের এক সদস্য বলেন, মাত্র একদিনের জন্য ক্লাবের কিশোর-যুবকেরা অনেক টাকা খরচা করেন চুল রং করাতে।
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 20, 2023 6:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: বিসর্জন শোভাযাত্রায় যোগ দিতে হলে চুলে করাতে হবে রং! এ যেন লাল-নীল-সবুজ বাহারি মাথার প্রদর্শনী









