“আমরা নারী, আমরাই পারি”-এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে নদিয়ার হুদা আদিবাসী ক্লাব ময়দানে একদিনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা। মহিলাদের সামনের সারিতে এগিয়ে আনার লক্ষ্যে এই উদ্যোগকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
advertisement
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী অপর্না নন্দী, স্থানীয় বিধায়ক, দলের জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্ব এবং সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের উপস্থিতিতে খেলোয়াড়দের উৎসাহ ও আত্মবিশ্বাস আরও বেড়েছে বলে মত অংশগ্রহণকারীদের।
সূত্রের খবর, এই একদিনের টুর্নামেন্টে নদিয়া জেলার মোট চারটি বিধানসভা কেন্দ্র থেকে মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী দলকে আকর্ষণীয় ট্রফির পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করা হবে।
আয়োজকদের মতে, এই পুরস্কার কেবল সম্মান নয়, ভবিষ্যতে আরও ভালভাবে খেলাধুলা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণাও জোগাবে। এদিন জেলা সভানেত্রী অপর্না নন্দী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময়ই মহিলাদের ক্ষমতায়ন ও অগ্রগতির পক্ষে জোর দিয়েছেন। সেই ভাবনাকে অনুসরণ করেই নদিয়া জেলায় মহিলাদের আরও বেশি করে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আগামী দিনে জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের আরও ক্রীড়া ও সামাজিক উদ্যোগ গ্রহণ করা হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীদের মতে, মহিলাদের নিয়ে এমন ফুটবল প্রতিযোগিতা সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে। খেলাধুলার মাধ্যমে আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে উঠবে-এমনটাই আশা সকলের।





