Murshidabad News: টোটোর দাপটে হারিয়ে যাচ্ছে দুই বাংলার ঐতিহ্য টানা রিকশা! আয় নামমাত্র, অভাবের মধ্যেও টিকে আভিজাত্যের তিন চাকা  

Last Updated:

Murshidabad News: দুই বাংলার একসময় ঐতিহ্য হাতে টানা তিন চাকার রিকশা কালের নিয়মে হারিয়ে যেতে বসেছে। বর্তমানে ব্যাটারি চালিত তিনচাকার টোটো, ভ্যান, রিকশের দাপটে অনেকেটাই পিছিয়ে গিয়েছে টানা রিকশা।

+
হাতে

হাতে টানা রিকশা

মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: দুই বাংলার একসময় ঐতিহ্য ছিল পায়ে টানা তিন চাকার রিকশা। ওপার বাংলা সেই ঐতিহ্য এখনও বহন করে চললেও এপার বাংলা থেকে ধীরে ধীরে হারাতে বসেছে সেই তিন চাকার পায়ে টানা রিকশা। বিজ্ঞান উন্নত হচ্ছে,পৃথিবী ক্রমশ এগিয়ে চলেছে, আর তার সঙ্গে পিছিয়ে পড়ছে পুরনো সেই সব ঐতিহ্য। একসময় রাস্তাঘাটে বিভিন্ন প্রান্তে ছুটে চলতো তিনচাকার পায়ে টানা রিকশা। বর্তমানে ব্যাটারি চালিত তিনচাকার টোটো বা টুকটুক, ভ্যান রিকশের দাপটে অনেকেটাই পিছিয়ে গিয়েছে পায়ে টানা রিকশা।
মুর্শিদাবাদ জেলার বিভিন্ন শহরে একসময় দেখা যেত ৬০-৭০টি রিকশা, তা এখন গিয়ে দাঁড়িয়েছে ৪-৫টি। আগে দৈনন্দিন গড়ে ৫০০ টাকার বেশি রোজগার হলেও এখন ১০০ টাকা রোজগার হয় না ঠিক মতো। মানুষের সময় কমেছে, দ্রুত গন্তব্যে যাওয়ার জন্য ব্যাটারি চালিত তিনচাকায় ভরসা বেশি করছে। আর এই জাঁতাকলে পড়ে হারিয়ে যাচ্ছে পায়ে টানা রিকশা।
advertisement
আরও পড়ুনঃ শীতের মরশুমে আলু চাষ করেই বড়লোক! কৃষি বিজ্ঞানীদের এই সামান্য টিপস মেনে চললে দারুণ ফলন পাবেন, মুনাফাই মুনাফা
এক একটি স্ট্যান্ডে খুঁজলে এখন ৪-৫টির বেশি দেখা যায় না পায়ে টানা রিকশা। যানটিকে ব্যাটারি চালিত করতে গেলে যে খরচ তা বহন করতে হবে তা অনেকেই পারে না। অগত্যা ভাড়া না হলেও তিনচাকা রিকশা আগলেই বসে থাকতে হয় দিনভর। আগের মতো আর সেই কদর নেই তাদের। ফলে একপ্রকার অবলুপ্তির পথেই পায়ে টানা রিকশা। রাস্তায় আর দেখা মেলে না সেভাবে। এককালে এই রিকশাই ছিল আভিজাত্য প্রদর্শনের অন্যতম নিদর্শন। কিন্তু আজ যেন অতীতের সব আভিজাত্যই হারিয়েছে এই পায়ে টানা রিকশা। আর তার জায়গা নিয়েছে মোটর চালিত বা ই-রিকশা। ফলে পায়ে টানা রিকশার পেশা বদলে আজ অনেকেই চালাচ্ছেন টোটো বা মোটর ভ্যান।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মুখ তুলে চাইল সরকার! এশিয়ান হাইওয়ের সঙ্গে বিচ্ছিন্ন হওয়া রাস্তা তৈরি হচ্ছে রাজ‍্যের অর্থানুকুল‍্যে, খুশির হাওয়া এলাকায়
জঙ্গিপুর থেকে লালবাগ শহরের নানা প্রান্তের পাশাপাশি স্টেশন চত্বরে সারিবদ্ধ ভাবে দেখা মিলত এই রিকশার। যা বর্তমানে হারিয়ে গিয়েছেই বলা চলে। হাতে গোণা মাত্র কয়েকটি পায়ে টানা রিকশার দেখা মেলে। চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু টাকার জন্য নয়, প্রযুক্তির যুগে ই-রিকশার দৌরাত্ম্যর মাঝেও, রীতিমতো ঐতিহ্য ধরে রাখতেই প্রবীণ এই মানুষেরা এখনও চালিয়ে যাচ্ছেন পায়ে টানা রিকশা। এই রিকশা চালানো যথেষ্টই কষ্টসাধ্য। পায়ের পেশী শক্তির বেশ অনেকটাই জোর লাগে চালাতে। দু’জন, বা শিশু-সহ তিনজনের বেশি যাত্রী বহন করা যায় না এই রিকশায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্টেশন চত্ত্বরের বাইরে করুণ দৃষ্টিতে যাত্রীদের দিকে তাকিয়ে থাকলেও এখন আর আগের মতো সাড়া মেলে না। দ্রুতগতির জীবনে আজ যেন সবাই ছুটছে। তাই সময় বাঁচাতে সকলেই ভরসা করছে ই-রিকশার উপর। ফলে যেন কোথাও ম্লান হয়ে গিয়েছে পায়ে টানা রিকশর আভিজাত্য। আগে যে রিকশায় চড়লে বাবুগিরি ফলানো যেত, এখন সেই রিকশায় উঠলে রীতিমতো খিল্লি জোটে। তাই অনেকেই এড়িয়ে চলেন এই পায়ে টানা রিকশা। তবে বহু প্রবীণ মানুষ এখনও ভরসা রাখেন এই পায়ে টানা রিকশার উপরই। তাই সারাদিনে দু-তিনশো টাকা রোজগার হয় মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্টেশন থেকে বাসস্ট্যান্ডের বাইরে দাঁড়ানো হাতে গোনা এই পায়ে টানা রিকশাচালকদের। আর এভাবেই তারা টিকিয়ে রেখেছেন ঐতিহ্যের এই তিন চাকাকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: টোটোর দাপটে হারিয়ে যাচ্ছে দুই বাংলার ঐতিহ্য টানা রিকশা! আয় নামমাত্র, অভাবের মধ্যেও টিকে আভিজাত্যের তিন চাকা  
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement