Agriculture Tips: শীতের মরশুমে আলু চাষ করেই বড়লোক! কৃষি বিজ্ঞানীদের এই সামান্য টিপস মেনে চললে দারুণ ফলন পাবেন, মুনাফাই মুনাফা
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Malda Agriculture Tips: শীতের মরশুমে আলু চাষেই হবে অঢেল লাভ। কৃষকদের আলু চাষের পরিচর্যার ক্ষেত্রে বিশেষ পদ্ধতি জানালেন কৃষি বিজ্ঞানীরা। জমিতে কতটা জল ও সার প্রয়োজন? কতদিন পর পর কত পরিমাণে জলসেচ প্রয়োজন?
মালদহ, জিএম মোমিন: সারা বছর বিভিন্ন সবজি, ফসল চাষ করলেও মালদহের এই এলাকায় শীতের মরশুমে ব্যাপকভাবে আগ্রহ দেখা দেয় আলু চাষে। কেউ তিন বিঘা তো আবার কেউ কুড়ি বিঘা জমিতে করছেন আলু চাষ। চাষ করলেও আবহাওয়ার পরিবর্তনের ফলে অনেক সময় ক্ষতির মুখে পড়ে আলু চাষ। সঠিক সময়ে সঠিক পরিচর্যা না জানলে সমস্যার সম্মুখীন হতে হয় কৃষকদের। তাই এবারে শীতের মরশুমে কৃষকদের আলু চাষের পরিচর্যার ক্ষেত্রে বিশেষ পদ্ধতি জানালেন কৃষি বিজ্ঞানীরা।
আলু চাষের পর কতটা জল ও সার প্রয়োজন? কতদিন পর পর কত পরিমাণে জলসেচ প্রয়োজন? ইত্যাদি একাধিক জৈবিক পদ্ধতি জানালেন কৃষি বিজ্ঞানীরা।
আরও পড়ুনঃ মুখ তুলে চাইল সরকার! এশিয়ান হাইওয়ের সঙ্গে বিচ্ছিন্ন হওয়া রাস্তা তৈরি হচ্ছে রাজ্যের অর্থানুকুল্যে, খুশির হাওয়া এলাকায়
মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডঃ দুষ্যন্ত কুমার রাঘব জানান, “এই সময়টা জেলার অধিকাংশ কৃষকরা আলু চাষ করে থাকেন। আলু চাষে অধিক মুনাফা লাভের আশায় চাষ করেন কৃষকরা। তবে সঠিক পদ্ধতি না জানায় অনেক সময় ক্ষতির সম্মুখীন হন। এক্ষেত্রে কৃষকদের আবহাওয়ার দিকে নজর দেওয়া প্রয়োজন। বৃষ্টির সম্ভাবনা মনে হলে অথবা একটি দুটি আলু গাছ নুয়ে পড়তে দেখলে। প্রতিরক্ষার জন্য রিডোমিল গোল্ড ওষুধ স্প্রে প্রয়োজন।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ সোনারপুরে শুরু বইমেলা, হরেক বইয়ের স্টলের মাঝে পড়ুয়াদের জন্য চমক বিজ্ঞানের প্রদর্শনী, মিস করবেন না
তিনি আরও জানান, “আলু গাছ রোপনের ৪৫ দিন পর ২ শতাংশ ইউরিয়া সার ব্যবহার করা প্রয়োজন। এক্ষেত্রে কৃষকরা চাইলে এনপিকে সার ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিগুলি মেনে চললে আলু চাষে অধিক ফলন আসবে এবং কৃষকরা লাভবান হবেন।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক কৃষক অজিত রাজবংশী জানান, “কৃষি বিজ্ঞানীদের পরামর্শ মতো আলু চাষ করেছি। নিয়মিত কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে থাকি। আশা করছি আলু চাষে ব্যাপক পালন হবে এবং লাভবান হব।”
মালদহ জেলার গাজোল, হবিবপুর, পুরাতন মালদহ, ইংরেজবাজার-সহ ইত্যাদি ব্লক এলাকায় দেখা দেয় আলু চাষ। শীতের মরশুমে আলু চাষ ভরসা হয়ে থাকে এই এলাকার কৃষকদের। তাই কৃষকদের স্বার্থে কৃষি বিজ্ঞানীদের এমন পরামর্শ ও পরিচর্যার উপায় লাভবান হওয়ার পথ দেখাবে জেলার কৃষকদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
Dec 31, 2025 1:05 PM IST









