TRENDING:

Narendra Modi in Bengal: বঙ্গ সফরে মোদি! বাংলার মাটিতে পা রাখার আগেই তৃণমূলকে আক্রমণ...আজ থেকেই কি ‘প্রচার’ শুরু ছাব্বিশের?

Last Updated:

উনিশের লোকসভা নির্বাচনে রাঢ় বঙ্গের ৮ টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৫ টিতে জয় পায় বিজেপি । কিন্তু গত লোকসভা নির্বাচনে সেটি নেমে আসে ২ এ। অন্যদিকে, ২১ এর বিধানসভা নির্বাচনে ৫৭ টি কেন্দ্রের মধ্যে ১৮ টি যায় বিজেপির ঝুলিতে। নিজেদের পুরনো জেতা আসন ধরে রাখতেই মোদিকে সামনে রেখে লড়াইয়ের চেষ্টা বিজেপির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণবঙ্গ: আজ শুক্রবার আবার বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে আজ তাঁর জোড়া কর্মসূচি। প্রথমে প্রশাসনিক সভা। তার পরে রাজনৈতিক জনসভা। বেলা আড়াইটে নাগাদ প্রশাসনিক সভার মঞ্চে পৌঁছনোর কথা প্রধানমন্ত্রীর। সেখানে তিনি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ৬ বছর বাদে দুর্গাপুরে মোদি। শুক্রবার দুর্গাপুর গান্ধি মোড় থেকে নেহেরু স্টেডিয়াম পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা রোড শো করার পরিকল্পনা মোদির।
News18
News18
advertisement

মোদির সফরের জন্য রাস্তার দুপাশ সেজে উঠেছে বিজেপির দলীয় পতাকা , প্রধানমন্ত্রীর কাট আউটে। উনিশের লোকসভা কিংবা একুশের বিধানসভা নির্বাচনে এই দুর্গাপুর ভাল ফল দিয়েছিল বিজেপি-কে৷ কিন্তু পরবর্তী নির্বাচনগুলিতে দেখা যায় রাঢ়বঙ্গে পিছিয়ে পড়ে পদ্ম শিবির। তৃণমূল ফের নিজের জমি পুনরুদ্ধারে সক্ষম হয় দুর্গাপুর এবং সংলগ্ন কেন্দ্র গুলিতে। তাহলে কি আগামী বিধানসভা নির্বাচনের আগে সামনে রেখে ফের রাঢ়বঙ্গে নিজেদের হাত শক্ত করতে চাইছে বিজেপি। এদিন শমীক ভট্টাচার্য দুর্গাপুরের একটি মন্দিরে পুজোও দেন৷

advertisement

আরও পড়ুন: হয়ে গেল ফয়সলা! এবার জানিয়েই দিলেন দিলীপ ঘোষ…নরেন্দ্র মোদির বঙ্গ সফরের দিনই ছুটলেন দিল্লি

উনিশের লোকসভা নির্বাচনে রাঢ় বঙ্গের ৮ টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৫ টিতে জয় পায় বিজেপি । কিন্তু গত লোকসভা নির্বাচনে সেটি নেমে আসে ২ এ। অন্যদিকে, ২১ এর বিধানসভা নির্বাচনে ৫৭ টি কেন্দ্রের মধ্যে ১৮ টি যায় বিজেপির ঝুলিতে। নিজেদের পুরনো জেতা আসন ধরে রাখতেই মোদিকে সামনে রেখে লড়াইয়ের চেষ্টা বিজেপির।

advertisement

বঙ্গেপা রাখার আগেই এদিন সোশ্যাল মিডিয়ায় তৃণমূলকে নিশানা করে ঝাঁঝাল পোস্ট করেন নরেন্দ্র মোদি৷ তৃণমূলের অপশাসন চলছে পশ্চিমবঙ্গে। এখানে একমাত্র ভরসা বিজেপি! পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে জনসভার আগের রাতে সমাজমাধ্যমে এমনই বার্তা দেন তিনি৷ সেই সঙ্গে তাঁর জনসভায় যোগ দেওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বানও জানান।

advertisement

বৃহস্পতিবার রাতে সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লিখলেন, ‘‘তৃণমূলের অপশাসনে ভুগছে পশ্চিমবঙ্গ। সেখানকার মানুষ বিজেপিকেই ভরসা করছেন। মানুষ জানেন, বিজেপিই একমাত্র উন্নয়ন আনতে পারে। ১৮ জুলাই আমি দুর্গাপুরে বিজেপির সভায় ভাষণ দেব। আপনারা সকলে আসুন।’’

আরও পড়ুন: ফিরছে ২০২২ এর স্মৃতি! এতদিন কিচ্ছু করেনি পাকিস্তান…ফল ভুগছেন লক্ষ লক্ষ মানুষ, পড়শি দেশজুড়ে মৃত্যু মিছিল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এদিন একাধিক প্রকল্পের শিলান্যাস করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ তার মধ্যে রয়েছে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ‘নগর গ্যাস সরবরাহ’ প্রকল্পের শিলান্যাস। দুর্গাপুর-হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত ১৩২ কিমি দীর্ঘ অংশটির উদ্বোধন। পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের লক্ষ্যে দুর্গাপুর ইস্পাত তাপবিদ্যুৎ কেন্দ্র এবং রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে ‘ফ্লু গ্যাস ডিসালফারাইজ়েশন’ ব্যবস্থার উদ্বোধন। পুরুলিয়া-কোটশিলা ৩৬ কিলোমিটার রেলপথে ‘ডাবল লাইনে’র আনুষ্ঠানিক উদ্বোধন। ‘সেতু ভারতম’ প্রকল্পে তোপসি ও পাণ্ডবেশ্বরে নির্মিত দু’টি রোড ওভার ব্রিজের উদ্বোধন। বেলা তিনটে নাগাদ শুরু হবে মোদির রাজনৈতিক জনসভা। আজ এই খবরে নজর থাকবে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Narendra Modi in Bengal: বঙ্গ সফরে মোদি! বাংলার মাটিতে পা রাখার আগেই তৃণমূলকে আক্রমণ...আজ থেকেই কি ‘প্রচার’ শুরু ছাব্বিশের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল