Dilip Ghosh News: হয়ে গেল ফয়সলা! এবার জানিয়েই দিলেন দিলীপ ঘোষ...নরেন্দ্র মোদির বঙ্গ সফরের দিনই ছুটলেন দিল্লি

Last Updated:
সম্প্রতি নড্ডা বা শাহের সফর হোক, কী বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন৷ কোনও অনুষ্ঠানেই ডাক পাননি দিলীপ ঘোষ৷ তবে শমীক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পরে সাম্প্রতিক কালের মধ্যে প্রথম সল্টলেকের বিজেপির দফতরে পা রাখতে দেখা গিয়েছিল দিলীপকে৷ মনে করা হচ্ছিল, এবার মনে হয় দলের সঙ্গে তাঁর দূরত্ব ঘুচল বলে৷ কিন্তু, মোদির সফরের আগে ফের জটিল হয়ে গেল অঙ্ক৷
1/6
আজ, শুক্রবার দুর্গাপুরে নরেন্দ্র মোদির সভা৷ তার আগেই বঙ্গ বিজেপিতে শুরু হয়ে গিয়েছে দিলীপ ‘অঙ্ক’৷ ক’দিন আগে দিল্লি থেকে দিলীপ বার্তা দিয়েছিলেন বটে যে, তিনি দলের অনুগত৷ বলেছিলেন, ‘‘যাঁরা বঙ্গে পার্টিকে দাঁড় করিয়েছে, তাঁরা কেন দল ছাড়বে৷’’ কিন্তু, তা সত্ত্বেও ফের ১৮ এবং ২১ এই দুই জুলাইয়ের দোলাচল চলছেই৷
আজ, শুক্রবার দুর্গাপুরে নরেন্দ্র মোদির সভা৷ তার আগেই বঙ্গ বিজেপিতে শুরু হয়ে গিয়েছে দিলীপ ‘অঙ্ক’৷ ক’দিন আগে দিল্লি থেকে দিলীপ বার্তা দিয়েছিলেন বটে যে, তিনি দলের অনুগত৷ বলেছিলেন, ‘‘যাঁরা বঙ্গে পার্টিকে দাঁড় করিয়েছে, তাঁরা কেন দল ছাড়বে৷’’ কিন্তু, তা সত্ত্বেও ফের ১৮ এবং ২১ এই দুই জুলাইয়ের দোলাচল চলছেই৷
advertisement
2/6
১৮ জুলাই, আজ, দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় দিলীপ ঘোষকে দেখা যাবে কি না, তা নিয়ে জল্পনা চলছিল৷ সেই জল্পনায় ইতি টেনে দিলীপ নিজেই জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর সভা শুনতে তিনি দুর্গাপুরে যাবেন।
১৮ জুলাই, আজ, দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় দিলীপ ঘোষকে দেখা যাবে কি না, তা নিয়ে জল্পনা চলছিল৷ সেই জল্পনায় ইতি টেনে দিলীপ নিজেই জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর সভা শুনতে তিনি দুর্গাপুরে যাবেন।
advertisement
3/6
তাঁর দাবি ছিল, দলের কেন্দ্র অথবা রাজ্য নেতৃত্বের তরফে তাঁকে এখনও আমন্ত্রণ জানানো হয়নি। দুর্গাপুরের স্থানীয় কর্মীদের ডাকে সাড়া দিয়েই তিনি যাচ্ছেন — ‘আগের দিনই দুর্গাপুর চলে যাব। ওখানকার কর্মীরা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। মঞ্চে থাকব কি না বলতে পারছি না। প্রধানমন্ত্রীর সভায় অনেক প্রোটোকল থাকে। মঞ্চে উঠতে বললে উঠব। নইলে কর্মীদের সঙ্গে বসেই প্রধানমন্ত্রীর ভাষণ শুনব।’
তাঁর দাবি ছিল, দলের কেন্দ্র অথবা রাজ্য নেতৃত্বের তরফে তাঁকে এখনও আমন্ত্রণ জানানো হয়নি। দুর্গাপুরের স্থানীয় কর্মীদের ডাকে সাড়া দিয়েই তিনি যাচ্ছেন — ‘আগের দিনই দুর্গাপুর চলে যাব। ওখানকার কর্মীরা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। মঞ্চে থাকব কি না বলতে পারছি না। প্রধানমন্ত্রীর সভায় অনেক প্রোটোকল থাকে। মঞ্চে উঠতে বললে উঠব। নইলে কর্মীদের সঙ্গে বসেই প্রধানমন্ত্রীর ভাষণ শুনব।’
advertisement
4/6
কিন্তু, নরেন্দ্র মোদির সভার আগেরদিনই এর উল্টো হাওয়া বইতে শুরু করে রাজ্য বিজেপির অন্দরে৷ দিলীপের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, এবারও দলের তরফে তাঁকে ডেকে পাঠানো হয়নি৷ আর তারপরই শুক্রবার সকালে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের৷
কিন্তু, নরেন্দ্র মোদির সভার আগেরদিনই এর উল্টো হাওয়া বইতে শুরু করে রাজ্য বিজেপির অন্দরে৷ দিলীপের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, এবারও দলের তরফে তাঁকে ডেকে পাঠানো হয়নি৷ আর তারপরই শুক্রবার সকালে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের৷
advertisement
5/6
শুক্রবার হঠাৎ দিল্লির উদ্দেশে রওনা দেন দিলীপ ঘোষ৷ কিন্তু যাওয়ার আগে বোমা ফাটিয়ে যান তিনি৷ বলেন, ‘‘দিল্লি যাচ্ছি ব্যাস এটুকুই। আমাকে কর্মীরা ডেকেছিলেন। তাই আমি হ্যাঁ বলেছিলাম। পার্টি ডাকেনি। হয়ত পার্টি চায় না আমি যাই। আমি গেলে হয়তো অস্বস্তি হবে। তাই আমি দূর্গাপুর যাচ্ছি না। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি। পার্টির কাজে যাচ্ছি। পার্টির কাজ।’’
শুক্রবার হঠাৎ দিল্লির উদ্দেশে রওনা দেন দিলীপ ঘোষ৷ কিন্তু যাওয়ার আগে বোমা ফাটিয়ে যান তিনি৷ বলেন, ‘‘দিল্লি যাচ্ছি ব্যাস এটুকুই। আমাকে কর্মীরা ডেকেছিলেন। তাই আমি হ্যাঁ বলেছিলাম। পার্টি ডাকেনি। হয়ত পার্টি চায় না আমি যাই। আমি গেলে হয়তো অস্বস্তি হবে। তাই আমি দূর্গাপুর যাচ্ছি না। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি। পার্টির কাজে যাচ্ছি। পার্টির কাজ।’’
advertisement
6/6
সম্প্রতি নড্ডা বা শাহের সফর হোক, কী বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন৷ কোনও অনুষ্ঠানেই ডাক পাননি দিলীপ ঘোষ৷ তবে শমীক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পরে সাম্প্রতিক কালের মধ্যে প্রথম সল্টলেকের বিজেপির দফতরে পা রাখতে দেখা গিয়েছিল দিলীপকে৷ মনে করা হচ্ছিল, এবার মনে হয় দলের সঙ্গে তাঁর দূরত্ব ঘুচল বলে৷ কিন্তু, মোদির সফরের আগে ফের জটিল হয়ে গেল অঙ্ক৷
সম্প্রতি নড্ডা বা শাহের সফর হোক, কী বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন৷ কোনও অনুষ্ঠানেই ডাক পাননি দিলীপ ঘোষ৷ তবে শমীক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পরে সাম্প্রতিক কালের মধ্যে প্রথম সল্টলেকের বিজেপির দফতরে পা রাখতে দেখা গিয়েছিল দিলীপকে৷ মনে করা হচ্ছিল, এবার মনে হয় দলের সঙ্গে তাঁর দূরত্ব ঘুচল বলে৷ কিন্তু, মোদির সফরের আগে ফের জটিল হয়ে গেল অঙ্ক৷
advertisement
advertisement
advertisement