শুক্রবার সকালে এলাকার মানুষজন মাঠের মধ্যে স্পাই ক্যামেরা লাগানো প্যারাসুটের অংশ এবং সার্কিট বোর্ড দেখতে পান। যা দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
আরও পড়ুন: হঠাৎ ইডি-র কাছে অনুব্রতর আবদার! এমন জিনিস চাইলেন, শুনে আকাশ থেকে পড়লেন অফিসাররা
কেউ কিছু বুঝে উঠতে পারছেন না কীভাবে এখানে এই সমস্ত জিনিসপত্রগুলি এসেছে। এরপরেই স্থানীয় মানুষজনের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে। মাঠের মধ্যে পড়ে থাকা জিনিসপত্র সংগ্রহ করে সোনাচূড়া বাজারে নিয়ে আসেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: একবার জেরা করেই ছাড় নয়, এবার আরও 'বিপদে' বনি সেনগুপ্ত! ইডি যা করল...
প্রত্যেকের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, আদপে এটা কীসের সার্কির বোর্ড! সেটা প্যারাসুটের মধ্যেই বা কেন? এই এলাকায় কোনো প্যারাসুট রাইডিং হয় না, তাহলে কোথা থেকে এল এই প্যারাসুট? কী কাজে কেউ ব্যবহার করেছে? সব মিলিয়ে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নন্দীগ্রামের গোটা সোনাচুড়া এলাকায়।