হোম /খবর /কলকাতা /
একবার জেরা করেই ছাড় নয়, এবার আরও 'বিপদে' বনি সেনগুপ্ত! ইডি যা করল...

Bonny Sengupta: একবার জেরা করেই ছাড় নয়, এবার আরও 'বিপদে' বনি সেনগুপ্ত! ইডি যা করল...

ফের বনিকে তলব

ফের বনিকে তলব

Bonny Sengupta: শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছ থেকে টাকা নিয়ে বনি গাড়ি কিনেছিলেন বলে নিজেই জানিয়েছিলেন।

  • Share this:

কলকাতা: একবার ডাকাতেই শেষ হচ্ছে না, আগামী মঙ্গলবার ফের তলব করা হল অভিনেতা বনি সেনগুপ্তকে। যে গাড়ির জন্য কুন্তল ঘোষ টাকা দিয়েছিলেন, সেই গাড়ির সমস্ত নথি সহ আসতে বলা হয়েছে, ইডি সূত্রে এমনই খবর। অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বনি সবরকম সহায়তা করবে এবং ইডির অফিসে যাবে। এমনটাই জানাচ্ছে তার পরিবার। সংবাদমাধ্যমকেও যা বলার বলবেন অভিনেতা। এই মামলায় বৃহস্পতিবার প্রায় ১০ ঘণ্টা ধরে বনিকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছ থেকে টাকা নিয়ে বনি গাড়ি কিনেছিলেন বলে নিজেই জানিয়েছিলেন। সেই গাড়ির নথি-সহ বনিকে হাজিরা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: নবান্নে ঢুকতে নতুন নিয়ম, ধর্মঘটের দিন ৪ বার উপস্থিতি-রিপোর্ট চাইল সরকার! তুমুল আলোড়ন

শুধু বনিই নন, কুন্তলের ব্য়াঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে আরও একাধিক ব্যক্তির নাম পাওয়া গিয়েছে বলে দাবি ইডি সূত্রে, যাঁদের কাছে টাকা পৌঁছে গিয়েছিল। সম্প্রতি এক বিউটা পার্লারের মালিকের নামও উঠে আসে। তাই বনির নাম পাওয়ার পর, অভিনেতাকে তলব করা হয়েছে।

আরও পড়ুন: ফের থানায় শুভেন্দুর ভাই, কাঁথির দুর্নীতিতে এবার সাক্ষী সৌমেন্দু অধিকারী!

নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে, কুন্তল ঘোষের সঙ্গে নাম জড়িয়েছে অনেকেরই। সম্প্রতি এক পার্লারের মালকিন সোমা চক্রবর্তীর নামও উঠে এসেছে সেই তালিকায়। সূত্রের খবর, তাঁকেও শুক্রবার তলব করেছে ইডি। তাঁকে অবশ্য আগেই এক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হুগলির যুব তৃণমূল নেতা কুন্তলের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ উঠেছে। চাকরি দেওয়ার নামে নাকি কোটি কোটি টাকা নিয়েছেন তিনি। গোয়েন্দাদের দাবি, সেই বিপুল অঙ্কের টাকা কুন্তলের কাছ থেকে অনেকের অ্যাকাউন্টে গিয়েছে। সেই সব সূত্র খুঁজে বের করতেই তদন্ত চালাচ্ছে ইডি। সেই সূত্রেই উঠে এসেছে বনি সেনগুপ্তর নাম।

Published by:Suman Biswas
First published:

Tags: Bonny Sengupta, SSC Scam