Bonny Sengupta: একবার জেরা করেই ছাড় নয়, এবার আরও 'বিপদে' বনি সেনগুপ্ত! ইডি যা করল...

Last Updated:

Bonny Sengupta: শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছ থেকে টাকা নিয়ে বনি গাড়ি কিনেছিলেন বলে নিজেই জানিয়েছিলেন।

কলকাতা: একবার ডাকাতেই শেষ হচ্ছে না, আগামী মঙ্গলবার ফের তলব করা হল অভিনেতা বনি সেনগুপ্তকে। যে গাড়ির জন্য কুন্তল ঘোষ টাকা দিয়েছিলেন, সেই গাড়ির সমস্ত নথি সহ আসতে বলা হয়েছে, ইডি সূত্রে এমনই খবর। অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বনি সবরকম সহায়তা করবে এবং ইডির অফিসে যাবে। এমনটাই জানাচ্ছে তার পরিবার। সংবাদমাধ্যমকেও যা বলার বলবেন অভিনেতা। এই মামলায় বৃহস্পতিবার প্রায় ১০ ঘণ্টা ধরে বনিকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছ থেকে টাকা নিয়ে বনি গাড়ি কিনেছিলেন বলে নিজেই জানিয়েছিলেন। সেই গাড়ির নথি-সহ বনিকে হাজিরা দিতে বলা হয়েছে।
advertisement
শুধু বনিই নন, কুন্তলের ব্য়াঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে আরও একাধিক ব্যক্তির নাম পাওয়া গিয়েছে বলে দাবি ইডি সূত্রে, যাঁদের কাছে টাকা পৌঁছে গিয়েছিল। সম্প্রতি এক বিউটা পার্লারের মালিকের নামও উঠে আসে। তাই বনির নাম পাওয়ার পর, অভিনেতাকে তলব করা হয়েছে।
advertisement
নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে, কুন্তল ঘোষের সঙ্গে নাম জড়িয়েছে অনেকেরই। সম্প্রতি এক পার্লারের মালকিন সোমা চক্রবর্তীর নামও উঠে এসেছে সেই তালিকায়। সূত্রের খবর, তাঁকেও শুক্রবার তলব করেছে ইডি। তাঁকে অবশ্য আগেই এক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হুগলির যুব তৃণমূল নেতা কুন্তলের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ উঠেছে। চাকরি দেওয়ার নামে নাকি কোটি কোটি টাকা নিয়েছেন তিনি। গোয়েন্দাদের দাবি, সেই বিপুল অঙ্কের টাকা কুন্তলের কাছ থেকে অনেকের অ্যাকাউন্টে গিয়েছে। সেই সব সূত্র খুঁজে বের করতেই তদন্ত চালাচ্ছে ইডি। সেই সূত্রেই উঠে এসেছে বনি সেনগুপ্তর নাম।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bonny Sengupta: একবার জেরা করেই ছাড় নয়, এবার আরও 'বিপদে' বনি সেনগুপ্ত! ইডি যা করল...
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement