Soumendu Adhikari: ফের থানায় শুভেন্দুর ভাই, কাঁথির দুর্নীতিতে এবার সাক্ষী সৌমেন্দু অধিকারী!
- Published by:Suman Biswas
- Written by:Sujit Bhoumik
Last Updated:
Soumendu Adhikari: কাঁথি পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন তৎকালীন সময়ে পৌর এলাকার রাস্তাঘাট উন্নয়নের জন্য একটি টেন্ডার হয়েছিল।
সুজিত ভৌমিক, কাঁথি: সাংসদ কোটার টাকা নয়ছয় করার মামলায় সাক্ষী হিসেবে কাঁথি থানায় ফের হাজিরা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্ধ্যায় আবারও কাঁথি থানায় যান বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারী।
কাঁথি পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন তৎকালীন সময়ে পৌর এলাকার রাস্তাঘাট উন্নয়নের জন্য একটি টেন্ডার হয়েছিল। সেই টেন্ডারের দুর্নীতির তদন্তের জন্য এদিন সৌমেন্দু অধিকারীকে কাঁথি থানায় ডেকে পাঠানো হয় সাক্ষ্য দেওয়ার জন্য।
advertisement
সূত্রের খবর, কাঁথি পৌরসভার চেয়ারম্যান যখন ছিলেন সৌমেন্দু অধিকারী, তখন রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সাংসদ কোটার টাকায় কাজের বরাদ্দ দেওয়া হয় ঠিকাদার নারায়ণ গিরিকে।
advertisement
সেই কাজ সঠিক ভাবে হয়নি ও কাজ না করে টাকা তুলে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছিলেন কাঁথি পৌরসভা এলাকার বাসিন্দা শেখ কুদ্দুস। সেই অভিযোগের ভিত্তিতে এই দুর্নীতির মামলা শুরু হয়। এই নিয়ে বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারীকে প্রায় ৮ বার ডাক পড়ল বিভিন্ন মামলায়। এদিনের হাজিরা (১৬০)নোটিশের ভিত্তিতে সাক্ষী হিসাবেই ডাকা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2023 10:25 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Soumendu Adhikari: ফের থানায় শুভেন্দুর ভাই, কাঁথির দুর্নীতিতে এবার সাক্ষী সৌমেন্দু অধিকারী!