IMD Weather Alert | বইবে প্রবল ঝোড়ো হাওয়া, আঁধি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রাজ্যে, রাজ্যে, রইল আপডেট
- Published by:Debalina Datta
Last Updated:
ওয়েদার আপডেট- আবহাওয়ার মেগা খামখেয়ালিপনা, একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি, রাজ্যে রাজ্যে তাপপ্রবাহ
IMD-র ওয়েদার অ্যালার্ট অনুসারে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ এবং এর আশেপাশে একটি পশ্চিমি ঝঞ্ঝা বিরাজ করছে। এর প্রভাবের কারণে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, হিমালয়ের পাদদেশ সংলগ্ন এবং সিকিম ও অরুণাচল প্রদেশে ১১ মার্চ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডের অনেক জায়গায় আজ অর্থাৎ শুক্রবার শক্তিশালী বাতাসের (হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা) বইবার সম্ভাবনা রয়েছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ঝাড়খণ্ডে দমকা হাওয়া আর ওড়িশাতে ঘূর্ণাবর্ত। এর ফলে ঝাড়খন্ড এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতিবার ও শুক্রবার এই রাজ্যের পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ এই বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
advertisement
advertisement
উত্তরবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পংয়ে। তারপর শনিবার থেকে শুষ্ক আবহাওয়া। সিকিম ও অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের বিহার সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রার সামান্য পরিবর্তন হতে পারে। কারণ আগামী দুদিনে বিহারের তাপমাত্রা বেশ কিছুটা কমবে।
advertisement
আবহাওয়া দফতর ১০ মার্চ কোঙ্কন, গোয়া, উপকূলীয় কর্ণাটক, সৌরাষ্ট্র এবং কচ্ছের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা প্রকাশ করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় বৃষ্টি ও তুষারপাত লক্ষ্য করা গেছে। পূর্ব রাজস্থান ও পূর্ব মধ্যপ্রদেশের কয়েকটি স্থানে বৃষ্টি হয়েছে। পূর্ব মধ্যপ্রদেশে ১ সেমি-র চেয়ে বেশি বৃষ্টি হয়েছে
advertisement
advertisement
নতুন দিল্লি. আজ, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড় এবং মধ্য মহারাষ্ট্রের বিচ্ছিন্ন জায়গায় বজ্রপাত, বজ্রপাত এবং প্রবল বাতাস ঘণ্টায় ৩০-৪০ কিমি গতিবেগে বইবে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া অধিদফতরের মতে, কোঙ্কন, গোয়া, সৌরাষ্ট্র এবং কচ্ছ এবং উপকূলীয় কর্ণাটকের বিচ্ছিন্ন এলাকায় তাপপ্রবাহের অবস্থা বিরাজ করতে পারে।
advertisement