হোম /খবর /দেশ /
জেরায় বাঙালি অফিসারের পর আদালতেও অনুব্রতর 'বং-কানেকশন'! আজ কেষ্টর সওয়ালে চমক!

Exclusive || Anubrata Mandal: জেরায় বাঙালি অফিসারের পর আদালতেও অনুব্রতর 'বং-কানেকশন'! আজ কেষ্টর সওয়ালেও বিরাট চমক!

অনুব্রতর সওয়ালেও বাঙালি আইনজীবী!

অনুব্রতর সওয়ালেও বাঙালি আইনজীবী!

Exclusive || Anubrata Mandal: দিনভর অনুব্রতকে ঠিক কোন কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করল ইডি, শরীরে কোনও সমস্যা রয়েছে কিনা, ওষুধ ও খাবার হিসেবে সমস্যা হচ্ছে কিনা সেইসব বিষয় ভালভাবে বুঝে নিতে বাঙালি আইনজীবী সম্পৃক্তা ঘোষালকে সঙ্গে নিয়ে অনুব্রতর সঙ্গে দেখা করলেন সিনিয়র আইনজীবী মুদিত জৈন।

আরও পড়ুন...
  • Share this:

নয়াদিল্লি : বাঙালি ইডি আধিকারিকের পর এবার বাঙালি আইনজীবীও। সকালে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেছেন বাঙালি আধিকারিকরা। সন্ধ্যায় অনুব্রত মণ্ডলের সিনিয়র আইনজীবী মুদিত জৈন অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করলেন এক বাঙালি মহিলা আইনজীবীকে সঙ্গে নিয়ে। ওই আইনজীবীর নাম সম্পৃক্তা ঘোষাল।

সূত্রের খবর, সন্ধ্যায় আইনজীবীরা অনুব্রতর সঙ্গে একান্তে আধঘণ্টা কথা বলেন। আদালতের তেমনি নির্দেশ রয়েছে। দিনভর অনুব্রতকে ঠিক কোন কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করল ইডি, শরীরে কোনও সমস্যা রয়েছে কিনা, ওষুধ ও খাবার হিসেবে সমস্যা হচ্ছে কিনা সেইসব বিষয় ভালভাবে বুঝে নিতে বাঙালি আইনজীবী সম্পৃক্তা ঘোষালকে সঙ্গে নিয়ে অনুব্রতর সঙ্গে দেখা করলেন সিনিয়র আইনজীবী মুদিত জৈন। যদিও সেসব বিষয় সাংবাদিকদের সামনে বলতে চাননি মুদিত ও সম্পৃক্তা। বরং তাঁরা জানিয়েছেন, "অনুব্রত মণ্ডল সুস্থ রয়েছেন। ব্যথার ওষুধ খেয়েছেন। রাতে ভালো ঘুম হয়েছে। মানসিক চাপে রয়েছেন কিনা বলা যাচ্ছে না। তবে তিনি নিজে দাবী করেছেন তিনি সুস্থ রয়েছেন।"

আরও পড়ুন: 'হিন্দিটা' ঠিক আসে না... দিল্লিতে ইডি কর্তাদের সামনে নয়া চ্যালেঞ্জ! যা বললেন অনুব্রত মণ্ডল, চোখ কপালে দুঁদে গোয়েন্দাদের...

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার জন্য বাঙালি অফিসারদের ডেকে পাঠিয়েছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা। বৃহস্পতিবার তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মূলত অনুব্রতকে যে প্রশ্নগুলি করা হয়েছে তার মধ্যে অন্যতম হল তাঁর ঘনিষ্ঠদের অনেকের লটারি প্রাপ্তি। জানতে যাওয়া হয়েছে, গরু পাচার কাণ্ডের টাকা কীভাবে লটারির মাধ্যমে সাদা করার চেষ্টা করা হয়েছে? লটারি পাওয়া কী শুধুই কাকতালীয় নাকি এর পেছনে রয়েছে কোন গভীর ষড়যন্ত্র? যদি ষড়যন্ত্র হয় তাতে কারা কারা যুক্ ? কার নির্দেশে লটারি পাওয়ার নাটক সাজানো হয়েছিল?

আরও পড়ুন: 'দু'মাস ছিল দলে...' নিয়োগ দুর্নীতিতে নাম উঠতেই বনি সেনগুপ্তের BJP-যোগ ঝেড়ে ফেললেন শুভেন্দু

অন্যদিকে, বৃহস্পতিবার রামমনোহর লোহিয়া হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার সময় নিজের অসুস্থতার কথা জানান অনুব্রত মণ্ডল। শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হচ্ছে বলে জানান তিনি। অনুব্রত অসুস্থতার কথা জানানোর পর দীর্ঘক্ষণ ধরে তাঁর শারীরিক পরীক্ষা করা হয়। এদিন স্বাস্থ্য পরীক্ষার পর হাসপাতাল থেকে বেরোবার সময় "গরু চোর, কয়লা চোর" স্লোগান দেন বর্ধমান বিজেপি সভাপতি শ্যামল রায়। আজ তাঁকে আদালতে পেশ করার সময় আবার বিক্ষোভ দেখানো হতে পারে বলে আশংকা করা হচ্ছে।তাই নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। অনুব্রত মণ্ডলের উপর আক্রমণের আশঙ্কা করছে দিল্লি পুলিশ। রউজ অ্যাভেনিউ আদালতের সামনে পুলিশ মোতায়েনের পরামর্শ দিয়েছে ইডি। শুক্রবার দুপুরে রউজ অ্যাভিনিউ আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে।

তবে, লটারি প্রসঙ্গ ছাড়া অনুব্রত মণ্ডলের কাছে ইডি আধিকারিকরা এই দিন অন্য যে বিষয়গুলি জানতে চেয়েছেন, তার মধ্যে অন্যতমগুলি হল -  বীরভূম ও বীরভূমের বাইরে মোট ৫৩টি জমির দলিল সম্পর্কে তথ্য। দুর্নীতির বিপুল অংকের টাকা কোথায়, কী ভাবে রাখা হয়েছে? অনুব্রতর মাথার উপর আরও কোনও প্রভাবশালী ব্যক্তির কাছে এই টাকার ভাগ যেত কিনা? চার্জশিটে নাম থাকা ১২ জনের সঙ্গে অনুব্রতর কীভাবে লেনদেন হয়েছে তা নাম ধরে ধরে জানতে চাওয়া হয়েছে। গরু পাচারের টাকা কোন নেটওয়ার্ক-এ, কার কার হাত বদল হয়ে আসত অনুব্রতর কাছে?

রাজীব চক্রবর্তী 

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Anubrata Mandal, Cow Smuggling Case