Anubrata Mondal News: হঠাৎ ইডি-র কাছে অনুব্রতর আবদার! এমন জিনিস চাইলেন, শুনে আকাশ থেকে পড়লেন অফিসাররা

Last Updated:

Anubrata Mondal News: ইডির তিন দিনের হেফাজত শেষ হওয়ার আগের দিন বৃহস্পতিবার দুপুরে অনুব্রত মণ্ডল ইডি দফতরে বাঙালি খাবার খেতে চান।

অনুব্রতর মিষ্টি আবদার
অনুব্রতর মিষ্টি আবদার
নয়াদিল্লি: বীরভূমের 'কেষ্ট দা' বরাবর মিষ্টি সন্দেশ খেতে পছন্দ করেন। অনুব্রত মণ্ডল সিবিআই-এর হেফাজতে থাকুন বা ইডির হেফাজতেই হোক, সন্দেশ (সুগার ফ্রি) তাঁর বড়ই প্রিয়। অনুব্রত মণ্ডলের শুক্রবার ইডি হেফাজত শেষ হচ্ছে। ইডি-র তরফে ফের তাঁকে হেফাজতের আবেদন করা হবে। তদন্ততে অসহযোগিতা করার প্রেক্ষিতেই ফের অনুব্রতকে হেফাজতে চাইবে ইডি। পাল্টা অনুব্রতর আইনজীবীর পক্ষ থেকে ইডি হেফাজতের বিরোধিতা করা হবে।
তবে ইডির তিন দিনের হেফাজত শেষ হওয়ার আগের দিন বৃহস্পতিবার দুপুরে অনুব্রত ইডি দফতরে বাঙালি খাবার খেতে চান। মেনুতে ছিল ভাত, মাছ, ডাল, তরকারি, সুগার ফ্রি সন্দেশ। সন্দেশ মিষ্টি তাঁর বড় প্ৰিয়। তাই ইডি দফতরে মিষ্টি সন্দেশ খাওয়ার আবদার করেন অনুব্রত মণ্ডল। অনুব্রতর সেই আবদার অবশ্য রেখেছেন ইডি আধিকারিকরা।
advertisement
advertisement
বোলপুর সহ আশপাশের একাধিক জায়গায় অনুব্রতর ব্যাংক অ্যাকাউন্টে ২০ কোটি টাকা জমা পড়েছিল বলে ইডি সূত্রে খবর। ধাপে ধাপে জমা পরে সেই টাকা। ২০১৬-২০২০ সালের মধ্যে ওই টাকা জমা হয়। এর মধ্যে ৩ কোটি টাকা এফডি অনুব্রত-কন্যা সুকন্যার নামে রয়েছে। ভুয়ো একাধিক কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্টে টাকা গিয়েছে, এমনই দাবি ইডির। কীভাবে জমা করা হত টাকা? ইডি সূত্রে খবর, বাড়িতে ডেকে পরিচিতর মাধ্যমে জমা হত টাকা। প্রাক্তন এক ব্যাঙ্ক কর্মীকেও ৬ কোটি টাকা দিয়েছিলেন। কোথা থেকে এলো এই টাকা? কোটি কোটি টাকার উৎস কী? এখনও জানাতে পারেনি ইডি।
advertisement
ইডি সূত্রে খবর এই বিষয়ে জেরা করা হলে অনুব্রত উত্তর দিতে পারেননি। তাই আবারও ইডি হেফেজতের আবেদন করা হবে। মাত্র তিন দিনের ইডি হেফাজতে জেরা সম্পূর্ণ হয়নি। তাই ফের ইডি হেফাজতের আবেদন করা হবে। অন্য দিকে অনুব্রতর আইনজীবীর তরফে ইডি হেফাজতের বিরোধিতা করা হবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal News: হঠাৎ ইডি-র কাছে অনুব্রতর আবদার! এমন জিনিস চাইলেন, শুনে আকাশ থেকে পড়লেন অফিসাররা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement