TRENDING:

সিঙ্গুরে নন্দীগ্রামের নার্সের রহস্যমৃত্যু! চাঁচাছোলা শুভেন্দু, দিলেন পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি

Last Updated:

নন্দীগ্রামের বাসিন্দা নার্স দিপালী জানার রহস্যময় মৃত্যু ঘটে হুগলির সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকায় থাকা শিবম সেবা সদন নার্সিংহোমে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, সুজিত ভৌমিক: নন্দীগ্রামের বাসিন্দা নার্স দিপালী জানার রহস্যময় মৃত্যু ঘটে হুগলির সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকায় থাকা শিবম সেবা সদন নার্সিংহোমে। এই ঘটনাকে নিয়েই ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি পুলিশ ও নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হচ্ছে। আর এই ঘটনাকে নিয়েই এবার সাংবাদিক বৈঠকে চাঁচাছোলা মন্তব্য করতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।
মৃত নার্সের বাড়িতে শুভেন্দু অধিকারী
মৃত নার্সের বাড়িতে শুভেন্দু অধিকারী
advertisement

সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী নার্সের মৃত্যু প্রসঙ্গে বলেন, “এই পরিস্থিতির জন্য দায়ী পশ্চিমবাংলার যে বেপরোয়া সংস্কৃতি চলছে।” রাজ্য সরকারের বেপরোয়া সংস্কৃতিকে দায়ী করার পাশাপাশি শুভেন্দু অধিকারী জানান, ওই মেয়েটির পরিবার বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে পড়াশোনা করিয়ে নার্স তৈরি করেছিল মেয়েকে। কিন্তু এমন পরিণতি ঘটল যে কিছু বলার নেই। তবে তিনি ওই পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

advertisement

আরও পড়ুন: মাছের চারা তৈরিতে ওস্তাদ বাঁকুড়ার এই গ্রাম! পাড়ি দেয় ভিন রাজ্যেও, জানুন পুরো পদ্ধতি

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা দিপালি জানা ব্যাঙ্গালোর থেকে নার্সিং ট্রেনিং করে আসার পর সার্টিফিকেটের জন্য সিঙ্গুরের ওই নার্সিংহোমে চাকরি করতে এসেছিলেন বলে জানা যায়। চাকরিতে যোগ দেওয়ার তিন দিনের মাথাতেই তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। যে ঘটনাকে কেন্দ্র করে ১৪ অগাস্ট ব্যাপক উত্তেজনা ছড়ায় সিঙ্গুরের ওই এলাকায়।

advertisement

আরও পড়ুন: ‘ব্রিটিশ আমলের নিয়ম’ ফিরিয়ে আনল দফতর! বিপাকে ‘ওঁরা’, জানেন কী এমন ঘটল সুন্দরবনে

সেরা ভিডিও

আরও দেখুন
অতিবৃষ্টিতে জলের তলায় বিঘার পর বিঘা কৃষিজমি! ক্ষতিপূরণ নিয়ে বড় আপডেট দিলেন বিডিও
আরও দেখুন

মৃত ওই নার্সের মা জানিয়েছেন, তারা কিছুই বুঝতে পারছেন না কীভাবে কী হয়ে গেল। ট্রেনিং নিতে এসে এমনটা হবে তারা কল্পনাও করতে পারছেন না। সুস্থ মেয়ের কীভাবে এমন পরিণতি হয় তা তাদের চিন্তায় ফেলে দেওয়ার পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সিঙ্গুরে নন্দীগ্রামের নার্সের রহস্যমৃত্যু! চাঁচাছোলা শুভেন্দু, দিলেন পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল