সম্প্রতি তার একটি সাপ উদ্ধার করার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, ওই যুবক একটি জঙ্গল থেকে বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার করেছেন। সাপটির লেজ ধরে টেনে এনে প্রথমে একটি লাঠির সাহায্যে সাপটির মাথা চেপে ধরেন। এরপর অতি সন্তর্পণে সাপটির মাথা ধরে তুলে নেন। প্লাস্টিকের একটি জারের মধ্যে সাপটিকে অনেকক্ষণ ধরেই ঢোকানোর চেষ্টা করেন তিনি। শেষ মুহূর্তে জারের ঢাকনা আটকাতে গিয়ে কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই উদ্ধারকারী ওই যুবকের হাতে ছোবল মেরে দেয় সাপটি।
advertisement
তৎক্ষণাৎ সাপটিকে ছেড়ে তিনি চলে যান স্থানীয় প্রতাপনগর হাসপাতালে চিকিৎসা করাতে। তবে যুবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার নীলরতন হাসপাতালে এবং সেখানেই মৃত্যু হয় তাঁর।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই যুবকের মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয় এক সর্প বিশেষজ্ঞ রাজীব কংসবনিক জানান, আজকাল অনেকেই সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও দেখে বিষধর সাপ ধরতে যান, সাপ উদ্ধার করার প্রশিক্ষণ নিতে হয় অভিজ্ঞ প্রশিক্ষকের কাছ থেকে এবং সাপ ধরার সময় প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাওয়া উচিত। ভিডিওতে দেখা যাচ্ছে ছেলেটি কোনরকম সাপ ধরার উপযুক্ত সামগ্রী না নিয়েই খালি হাতে সাপটিকে উদ্ধার করার চেষ্টা করছিলেন এবং একটু অসাবধানতার বসেই এত বড় একটি অঘটন ঘটে গেল।
উল্লেখ্য, এর আগেও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সাপ উদ্ধার করতে গিয়ে সেই সাপের কামড়েই মৃত্যু হয়েছে একাধিক সাপ উদ্ধারকারীর। এবার নবদ্বীপে ঘটল সেই একই ঘটনা, যার জেরে স্তব্ধ গোটা এলাকা।