বাবার কাছে অত্যাচারিত নাবালিকা কন্যা জুহি খাতুনের অভিযোগ, গত তিন মাস আগে বাবার মানসিক এবং শারীরিক অত্যাচারের কারণে সংসার ছেড়ে চলে যান মা। এর পর ১৪ বছর বয়সি জুহি খাতুন ও তার দুই ছোট ছোট ভাইয়ের উপরে প্রতিনিয়ত অত্যাচার চালাতে থাকে বাবা।
আরও পড়ুন : পঞ্চম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানি, গ্রেফতার স্কুলের প্রধানশিক্ষক
advertisement
অভিযোগ, রবিবার রাতে নাবালিকা কন্যা জুহি ও তার ছোট ছোট দুই ভাইকে বাড়ি থেকে বের করে দেয় তাদের বাবা নসিব কারিকর। সারা রাত প্রতিবেশী এক পরিবারের কাছে আশ্রয় নেয় জুহি ও তার দুই ভাই। জুহি খাতুনের কাছ থেকে জানা যায়, তার এক ভাইয়ের নাম ইসলাম কারিকর৷ তার বয়স ৯ বছর৷ ছোট ভাই রোহিত কারিকরের বয়স মাত্র ৫ বছর।
আরও পড়ুন : নীরব প্রেমের মুখর সেতু ইনস্টাগ্রাম, ফলোয়ারদের উদ্যোগে সাতপাকে বাঁধা পড়লেন মূক জুটি
আরও পড়ুন : অসাধ্যসাধন! ভিন রাজ্যে প্রথম বার পা রেখেই শাড়ি পরে পাহাড়ে উঠলেন পক্বকেশ প্রৌঢ়া
সোমবার সকাল হতেই তিন ভাই বোন শান্তিপুর থানায় তাদের বাবার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। স্বভাবতই এমনই চাঞ্চল্যকর ঘটনায় স্তম্ভিত গোটা শান্তিপুর থানা৷ তিন নাবালক ভাইবোনের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করছে শান্তিপুর থানার পুলিশ।
( প্রতিবেদন : মৈনাক দেবনাথ)