TRENDING:

Nadia News: স্নান করতে যাচ্ছি বলে বেরিয়ে কি হল! ৩ দিন পরেও ফিরল না নদিয়ার শ্রমিক

Last Updated:

৩ দিন ধরে নিখোঁজ শ্রমিককে নিয়ে চাঞ্চল্য নদিয়ায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর: নদিয়ার শান্তিপুর চৌধুরীপাড়ায় স্নান করতে গিয়ে নিখোঁজ অভাবে পরিবারের একমাত্র উপার্জনকারী শ্রমিক, ২৪ ঘন্টা বাদে ডুবুরি আসায় ক্ষোভ পরিবারের। স্নান করতে গিয়ে ২৪ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও বাড়ি ফেরত এল না নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের নৃসিংহপুর চৌধুরীপাড়া এলাকার আনুমানিক ৪০ ঊর্ধ্ব এক অভাবী পরিবারের একমাত্র উপার্জনকারী পরিবার প্রধান। এলাকা সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে নিখোঁজ। তিনি অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। গ্রামীণ এলাকাতে সন্ধ্যার সময় কাজ করে এসে বাড়ির সামনে ভাগীরথীতে স্নান করা অভ্যাস।
নিখোঁজ শ্রমিকের খোঁজে ডুবুরি নামান হয়েছে ভাগীরথী নদীতে
নিখোঁজ শ্রমিকের খোঁজে ডুবুরি নামান হয়েছে ভাগীরথী নদীতে
advertisement

এদিন বিকালে কাজ থেকে এসে ভাগীরথীতে স্নান করতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। তাই এলাকাবাসীর অনুমান জলে ডুবে মৃত্যু হয়েছে তার। পরিবারের দাবি এ বিষয়ে স্থানীয় প্রধানকে জানালে তিনি বলেন থানায় যোগাযোগ করতে। অন্যদিকে থানায় যোগাযোগ করার পরে ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও এসে পৌঁছায়নি ডুবুরি, তবে স্থানীয়ভাবে এ বিষয়ে অভিজ্ঞ বেশ কয়েকজন খোঁজ তল্লাশি করছে।

advertisement

আরও পড়ুন: আমের টানে ভ্রমণ! কখনও শুনেছেন! অবাক করা হলেও ‘ভালবাসা এক্সপ্রেস’ এবারও এল নদিয়ায়

যদিও এ বিষয়ে হরিপুর অঞ্চলের প্রধান বীরেন মাহাতো জানান, প্রাথমিকভাবে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। পরবর্তীতে জলে ডুবে যাওয়ার অনুমান করা হচ্ছে। তাই এই বিলম্ব তবে শান্তিপুর থানা এবং ব্লক প্রশাসনকে জানানোর সঙ্গে সঙ্গেই আজ বিপর্যয় মোকাবিলা দফতর এসে পৌঁছেছে এবং খোঁজ তল্লাশি চালাচ্ছে তারা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

যদিও পরিবারের পক্ষ থেকে তল্লাশির বিষয়ে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। নিখোঁজের স্ত্রী বলেন, প্রধান এই পাড়ারই বাসিন্দা এবং এখানকার পঞ্চায়েত সদস্য তাই তার পরামর্শ মতই সবকিছু করা হচ্ছে। তিনি একবারও বাড়িতে এসে খোঁজখবর নেওয়ার সময় পাননি এখনও। প্রথম থেকেই বলা হচ্ছে স্নান করতে গিয়ে নিখোঁজ।

advertisement

তবে সকাল থেকে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েত প্রধান প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা এসে পৌঁছাতেই প্রিয়জনের মৃতদেহ খুঁজে পেতে ভিড় জমিয়েছেন এলাকার মানুষজন।

সেরা ভিডিও

আরও দেখুন
ভিক্ষা করে অনাথ শিশুদের চিকি‍ৎসক, ইঞ্জিনিয়ার, উকিল তৈরি করে চলেছেন স্বপ্নপূরণের কারিগর
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: স্নান করতে যাচ্ছি বলে বেরিয়ে কি হল! ৩ দিন পরেও ফিরল না নদিয়ার শ্রমিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল