এদিন বিকালে কাজ থেকে এসে ভাগীরথীতে স্নান করতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। তাই এলাকাবাসীর অনুমান জলে ডুবে মৃত্যু হয়েছে তার। পরিবারের দাবি এ বিষয়ে স্থানীয় প্রধানকে জানালে তিনি বলেন থানায় যোগাযোগ করতে। অন্যদিকে থানায় যোগাযোগ করার পরে ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও এসে পৌঁছায়নি ডুবুরি, তবে স্থানীয়ভাবে এ বিষয়ে অভিজ্ঞ বেশ কয়েকজন খোঁজ তল্লাশি করছে।
advertisement
আরও পড়ুন: আমের টানে ভ্রমণ! কখনও শুনেছেন! অবাক করা হলেও ‘ভালবাসা এক্সপ্রেস’ এবারও এল নদিয়ায়
যদিও এ বিষয়ে হরিপুর অঞ্চলের প্রধান বীরেন মাহাতো জানান, প্রাথমিকভাবে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। পরবর্তীতে জলে ডুবে যাওয়ার অনুমান করা হচ্ছে। তাই এই বিলম্ব তবে শান্তিপুর থানা এবং ব্লক প্রশাসনকে জানানোর সঙ্গে সঙ্গেই আজ বিপর্যয় মোকাবিলা দফতর এসে পৌঁছেছে এবং খোঁজ তল্লাশি চালাচ্ছে তারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও পরিবারের পক্ষ থেকে তল্লাশির বিষয়ে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। নিখোঁজের স্ত্রী বলেন, প্রধান এই পাড়ারই বাসিন্দা এবং এখানকার পঞ্চায়েত সদস্য তাই তার পরামর্শ মতই সবকিছু করা হচ্ছে। তিনি একবারও বাড়িতে এসে খোঁজখবর নেওয়ার সময় পাননি এখনও। প্রথম থেকেই বলা হচ্ছে স্নান করতে গিয়ে নিখোঁজ।
তবে সকাল থেকে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েত প্রধান প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা এসে পৌঁছাতেই প্রিয়জনের মৃতদেহ খুঁজে পেতে ভিড় জমিয়েছেন এলাকার মানুষজন।
Mainak Debnath






