Bhalobasa Express: আমের টানে ভ্রমণ! কখনও শুনেছেন! অবাক করা হলেও 'ভালবাসা এক্সপ্রেস' এবারও এল নদিয়ায়

Last Updated:

আমের টানে ভ্রমণের দুর্দান্ত অভিজ্ঞতা জানালেন অংশগ্রহণকারীরা

+
শান্তিপুরের

শান্তিপুরের আম বাগানে এসে আপ্লুত সকলে

শান্তিপুর: ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্ব তো বটেই, একসময় তাঁতের শাড়ির রমরমা ছিল নদিয়ার শান্তিপুর। জগৎ বিখ্যাত রাস উৎসব তো আছেই। তবে ইদানিং একযুগের মধ্যে শান্তিপুরের অর্থনীতিতে যে পাকাপাকিভাবে আম জায়গা করে নিয়েছে, তা হয়ত জানেন না অনেকেই। স্বাদে গন্ধে, প্রজাতিতে এবং উৎপাদনের পরিমাণে অন্যান্য জেলাকে হার মানিয়ে মালদাহকে ছুঁতে চলেছে নদিয়ার শান্তিপুরের আম।
শান্তিপুরের ছেলে দেবপ্রিয় প্রামানিক বেড়াতে ভালবাসে এবং ভ্রমণমনস্ক মানুষদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রান্তের প্রায় ৭০০ ভ্রমণপিপাসু মানুষদের নিয়ে গড়ে তুলেছে ‘ভালবাসা এক্সপ্রেস’ নামে একটি গ্রুপ। কখনও কাশ্মীর, কখনও দিল্লি, কখনওবা উত্তর এবং দক্ষিণ ভারতের পর্যটনের বিভিন্ন ঐতিহাসিক গুরুত্ব সম্বলিত স্থান। আগ্রহের ভিত্তিতে গ্রুপ সদস্যদের নিয়ে এভাবেই হিল্লি দিল্লি করে বেড়ান তারা মাঝেমধ্যেই। অনেকেই হয়ত তার নিজে নিজে পেশায় প্রতিষ্ঠিত, অর্থও আছে শুধু দায়িত্ব নেওয়ার মানুষ পান না। আর সেই কারণে ঘরের বাইরে বেরোনোও হয় না।.তবে এই গ্রুপের মাধ্যমে এখন স্বাদ বদল করতে পারেন মাঝে মধ্যেই। এবারে পঞ্চম বারের জন্য তাদের ভ্রমণ ছিল আবারও শান্তিপুরের আম বাগান। এবার তিন নম্বর রেলগেট সংলগ্ন বাপি দাসের বাগান।
advertisement
advertisement
ধর্মপ্রাণ শান্তিপুরের বিভিন্ন ঐতিহাসিক স্থান এবং বিগ্রহ বাড়ি ঘুরে, সোজা আম বাগান। এখানে গিয়ে নিজে হাতে আম পারা, গাছতলা থেকে তা কুড়ানো, নিজে হাতে ছাড়িয়ে আম খাওয়া এবং সারাদিন আম বাগানে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতায় আপ্লুত হলেন তারা। বাগান মালিকের পক্ষ থেকেও জানানো হয় এভাবে, শান্তিপুরের আম ছড়িয়ে পড়ুক বিশ্ব মাঝারে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রধান উদ্যোগী দেবপ্রিয় প্রামানিক জানান, সকলে নিজ নিজ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বস হলেও, আজকের আম বাগানে আমপাড়া শ্রমিকের বন্ধু, এ এক আলাদা অনুভূতি। শান্তিপুরের সন্তান হওয়ার কারণে, পর্যটনে শ্রীবৃদ্ধি ঘটাতে তার সামান্য উদ্যোগ, অন্যদিকে গ্রুপ সদস্যদের বাঁধনছাড়া আনন্দের সন্ধান দেওয়া এই সেতুবন্ধনের কাজ করেছেন তিনি। তবে আগামীতে শান্তিপুর যে পর্যটনে আরও উন্নত হয়ে উঠবে সে বিষয়ে আশাবাদী তিনি। আগত সদস্যরা জানালেন, তাদের সারাদিনের অপ্রত্যাশিত আনন্দের উপলব্ধি।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bhalobasa Express: আমের টানে ভ্রমণ! কখনও শুনেছেন! অবাক করা হলেও 'ভালবাসা এক্সপ্রেস' এবারও এল নদিয়ায়
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement