TRENDING:

Nadia News: ফুল তোলা নিয়ে এত বড় ঘটনা...! অকালে প্রাণ বিসর্জন, বন্ধ আইসিডিএস পরিষেবা, আরও কতকী

Last Updated:

Nadia News: পুলিশের কাছে বয়ান ঠিকভাবে দেয়নি আইসিডিএস কর্মী, তাই তাকে এলাকায় বসতে দেওয়া হবে না, অভিযোগ আইসিডিএস কর্মীর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর: ফুল তুলতে গিয়ে চোর অপবাদে আত্মঘাতীর তদন্তে ঘিরে দেওয়া হয়েছে আইসিডিএস সেন্টার, বিপাকে আইসিডিএস পরিষেবা। পুলিশের কাছে বয়ান ঠিকভাবে দেয়নি আইসিডিএস কর্মী, তাই তাকে এলাকায় বসতে দেওয়া হবে না, অভিযোগ আইসিডিএস কর্মীর। নদিয়ার শান্তিপুরে ফুল তোলাকে কেন্দ্র করে মহিলার আত্মহত্যার ঘটনায় আইসিডিএস কর্মীর উপর ক্ষোভ এলাকাবাসী ও মৃতার পরিবারের। পুলিশের কাছে বয়ান ঠিকভাবে দেননি তাই তাকে বসতে দেওয়া হবে না আইসিডিএস সেন্টারে, অভিযোগ আইসিডিএস কর্মীর। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভুল দাবি এলাকাবাসী ও মৃতার মেয়ে।
advertisement

উল্লেখ্য নদিয়ার শান্তিপুরে ফুল তোলাকে কেন্দ্র করে মহিলার আত্মহত্যার ঘটনায় ঘটনাস্থল ঘিরে রেখেছে শান্তিপুর থানার পুলিশ। এলাকার একমাত্র আইসিডিএস সেন্টার ওই ঘরেই চলত। তবে বাড়ির মহিলার মৃত্যুর ঘটনায় এবং পুলিশ ঘর সিল করে দেওয়ায় এখন রীতিমত অসুবিধায় পড়েছে ৩৪৩ নম্বর আইসিডিএসের কর্মী, সহায়িকা এবং পড়ুয়ারা। যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্য মৌখিকভাবে কিছুদিনের জন্য পার্শ্ববর্তী ৭০ নম্বর আইসিডিএস সেন্টারে এক সঙ্গে বাচ্চাদের পঠন-পাঠনের জন্য কথা বলে দিয়েছেন।

advertisement

আরও পড়ুন: ভারত বন্‌ধ…! বাস, দোকানপাট নিয়ে বড় আপডেট, কতটা প্রভাব পড়ল নদিয়ায়

কিন্তু ৩৪৩ নম্বর আইসিডিএস-এর কর্মী বেবি বর্মন জানাচ্ছেন, মহিলা আত্মহত্যার ঘটনার পর প্রশাসন তার কাছে জিজ্ঞেস করলে তিনি হতচকিত হয়ে যায় এবং তিনি সেভাবে কিছু বলতে পারেননি। সে কারণেই এলাকার কয়েকজন মানুষ তাকে ওই এলাকাতে আইসিডিএস সেন্টার করতে দেবেন না বলে জানিয়েছেন। অসহায় হয়ে কান্নায় ভেঙে পড়েছেন ওই আইসিডিএস কর্মী।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অপরদিকে এলাকাবাসীরা জানাচ্ছেন, তিনি সংবাদ মাধ্যমের কাছে কথা বললেও পুলিশের কাছে ব্যাখ্যা করে সমস্ত কিছু বলেননি। সে কারণে তাদের অভিমান তবে স্কুল করতে দেওয়া হবে না এরকম কোন ঘটনা ঘটেনি। যদিও এই ঘটনায় মৃতার মেয়ে মৌসুমী দে জানান, ওনার হাতে-পায়ে ধরা হয়েছিল মায়ের বিচার পেতে পুলিশের কাছে যেন তিনি সমস্তটা খুলে বলেন। কিন্তু তিনি বলেননি। তাই তাদের একটা অভিমান রয়েছে তার ওপর তাকে এলাকায় বসতে না দেওয়ার কোনও রকম ঘটনা ঘটেনি।

advertisement

এ প্রসঙ্গে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন, “সমস্যার কথা আমাকে কেউ জানাননি, যদিও বিষয়টি সিডিপিও দেখবেন।” যদিও ওই এলাকার আইসিডিএস-এর অন্যান্য কর্মীরা মিলিতভাবে সমস্যার সমাধান করেছেন বলেই জানান হয়েছে। এখন দেখার কবে এই তদন্ত সম্পূর্ণ হয় এবং স্বাভাবিক হয় আইসিডিএস সেন্টার।

Suicide disclaimer

(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Mainak Debnath

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: ফুল তোলা নিয়ে এত বড় ঘটনা...! অকালে প্রাণ বিসর্জন, বন্ধ আইসিডিএস পরিষেবা, আরও কতকী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল