Bharat Bandh Update: ভারত বন্ধ...! বাস, দোকানপাট নিয়ে বড় আপডেট, কতটা প্রভাব পড়ল নদিয়ায়
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Bharat Bandh Update: ৯ জুলাই সারা ভারত ধর্মঘট, মূলত বাম শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ডাকা ধর্মঘটের প্রভাব পড়ল নদিয়ার কৃষ্ণনগরে।
কৃষ্ণনগর: ৯ জুলাই সারা ভারত ধর্মঘট, মূলত বাম শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ডাকা ধর্মঘটের প্রভাব পড়ল নদিয়ার কৃষ্ণনগরে। সকাল থেকেই বন্ধ তিনটি বাসস্ট্যান্ডের বাস পরিষেবা। বনধের কারণে বন্ধ দোকান বাজার।
কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী মূলত শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে বাম সহ সমস্ত শ্রমিক সংগঠন মিলে ডাকা সারা ভারতব্যাপী ধর্মঘট হওয়ার কথা ছিল গত ২০ মে। কিন্তু সে সময় ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির জন্যই স্থগিত করা হয়, পরবর্তীতে এই ধর্মঘট ৯ জুলাই ঘোষিত হয়েছিল।
advertisement
advertisement
যদিও এই বনধকে সমর্থন করেনি তৃণমূল ও বিজেপির শ্রমিক সংগঠনগুলি। আর তারই প্রচারে বিগত প্রায় একমাস ধরে লাগাতার রাজ্য থেকে জেলা, জেলা থেকে বুথস্তর পর্যন্ত বাম এবং অবিজেপি শ্রমিক সংগঠনের কর্মীরা পথসভা দেওয়াল লিখন সহ নানা প্রচার কার্য চালিয়েছে। এমনকি প্রবল বর্ষণের মধ্যেও তাদের বিরত থাকতে দেখা যায়নি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এদিন নদিয়ার কৃষ্ণনগরে তিনটি বাসস্ট্যান্ডে গেট আটকে বাস চলাচল বন্ধ করে দেয় বনধ সমর্থনকারী সিআইটিইউ কর্মী সমর্থকরা। অপরদিকে যে সমস্ত গাড়ি রাস্তায় চলছে সে সমস্ত গাড়িও আটকে দেওয়া হয়। দূর পাল্লার বাস যেগুলি আসছে সেখান থেকে যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে।
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 09, 2025 1:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bharat Bandh Update: ভারত বন্ধ...! বাস, দোকানপাট নিয়ে বড় আপডেট, কতটা প্রভাব পড়ল নদিয়ায়