রানাঘাটে অবস্থিত পূর্ব রেলের অধীনস্থ ‘ডি. এল. রায় ইনস্টিটিউট’ নামে একটি অডিটোরিয়াম দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। একসময় সেখানে একটি লাইব্রেরিও ছিল, কিন্তু ভবনটি প্রায় ভগ্নপ্রায়। এই অডিটোরিয়ামটির সংস্কারের দাবি নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করেছেন শিলাজিৎ চক্রবর্তী ও রেলের কর্মী তথা শিল্পী অরিন্দম দেব। তাঁদের অনবরত প্রচেষ্টার ফলেই অবশেষে ভারতীয় রেল কর্তৃপক্ষ অডিটোরিয়ামটির পুনঃসংস্কারের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ইতিমধ্যেই ৫২ লক্ষ টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে এবং সংস্কারের কাজও শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ টিনের ছাউনি দেওয়া মাটির ঘরে ঠাসা নথি-পাসপোর্ট! চাকদহে কাঠ মিস্ত্রির বাড়িতে ইডির হানা
দ্বিজেন্দ্রলাল রায়ের নামে প্রতিষ্ঠিত এই অডিটোরিয়াম শুধু একটি স্থাপনা নয়, এটি এক মহান সাহিত্যিক ও সংগীতকারের স্মৃতিবিজড়িত ঐতিহ্য। শিলাজিৎবাবু বলেন, “আমরা মনীষীদের কতটাই বা চিনি! তাঁদের দেশের প্রতি অবদান কতটা, তা নতুন প্রজন্মের অনেকেই জানে না। তাই চাই, মানুষ যেন আবার ডি. এল. রায়কে চেনে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিজের অবসর উপলক্ষে আয়োজিত বিদায় অনুষ্ঠানে শিলাজিৎ চক্রবর্তী প্রায় ৪০০ অতিথিকে আমন্ত্রণ জানান এবং প্রত্যেকের হাতে সংবর্ধনা হিসেবে দ্বিজেন্দ্রলাল রায়ের ছবি তুলে দেন। তাঁর লক্ষ্য, অন্তত এই ৪০০ জন মানুষ থেকেই ডি. এল. রায়কে চেনা ও জানার নতুন অধ্যায় শুরু হোক।





