TRENDING:

দীপাবলির আগে বড় সাফল্য নবদ্বীপ পুলিশের! অতর্কিত হানায় উদ্ধার করল 'এইসব' জিনিস, গ্রেফতার ১

Last Updated:

দীপাবলীর আগেই বিপুলসংখ্যক নিষিদ্ধ বাজি উদ্ধার নবদ্বীপ পুলিশ প্রশাসনের। সূত্রের খবর, স্বরূপগঞ্জ ঘাট সংলগ্ন বাজার এলাকার একটি দোকান থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: দীপাবলীর আগেই বিপুলসংখ্যক নিষিদ্ধ বাজি উদ্ধার নবদ্বীপ পুলিশ প্রশাসনের। সূত্রের খবর, স্বরূপগঞ্জ ঘাট সংলগ্ন বাজার এলাকার একটি দোকান থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়। জানা যায়, গোপন সূত্রে নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন স্বরূপগঞ্জ বাজার সংলগ্ন এলাকার একটি দোকানে বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি বিক্রির খবর পায়। এরপরেই ওই দোকানে অতর্কিতে পুলিশ হানা দেয় এবং উদ্ধার করা হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি। এরপর দোকান থেকে সমস্ত নিষিদ্ধ বাজি উদ্ধার করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ থানায়। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। পুলিশ সূত্রে খবর ধৃত কালিপদ দত্তর দোকান থেকে ২৫৬ প্যাকেট শব্দবাজি যা আনুমানিক ৩৫ কেজি আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজি এবং আটক করা ব্যক্তি
উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজি এবং আটক করা ব্যক্তি
advertisement

এলাকার বাজার কমিটির সদস্য শঙ্কর বর্মন জানান, “গৌতম বাবু আমাদের স্থানীয় ব্যবসায়ী এবং খুবই ভদ্র প্রকৃতির মানুষ। কোনও প্রকার ঝামেলা অশান্তিতে উনি কখনওই যান না। আজকে সন্ধ্যেবেলায় আমরা শুনতে পেলাম উনার এখানে পুলিশ এসেছে এবং কিছু নিষিদ্ধ বাজি পাওয়া গিয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। খবর পেয়েই আমরা স্থানীয় লোকেরা ছুটে এসেছি।”

advertisement

আরও পড়ুন: বিশাল পদ্মপুকুর, ফিরে যাওয়া সহজপাঠে! এবার কালীপুজোয় দর্শনার্থীদের মন ছুঁতে প্রস্তুত দুর্গাপুরের ‘কাগজের নৌকা’

View More

তিনি আরও জানান, “এসে দেখলাম অধিকাংশ যেই বাজিগুলো সেগুলো শব্দবাজির যে সীমা ৬৫ ডিসিবেল তার নিচে। আমরা স্থানীয় পুলিশ প্রশাসন যারা এসেছেন তাদেরকে অনুরোধ করলাম আপনাদের ৬৫ ডেসিবেলের ওপরে যেই শব্দবাজিগুলো রয়েছে আপনারা সেগুলোও বাজেয়াপ্ত করুন। তাতে আমাদের স্থানীয় মানুষের কোনও আপত্তি নেই। কিন্তু ৬৫ ডেসিবেলের নিচে যেগুলো সরকার দ্বারা অনুমোদিত এবং যার পারমিশন দেওয়া হয়েছে সরকার থেকে সেগুলো কিন্তু আপনারা বাজেয়াপ্ত করবেন না। এটাই আপনাদের কাছে অনুরোধ।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সর্বনাশ! বাড়ির মধ্যে এত বছর ধরে এগুলো কী! গোটা পরিবার নিয়ে বিষধরের বাস! আর একটু হলেই...
আরও দেখুন

এর পাশাপাশি তিনি আরও জানান, “যদি তারা ৬৫ ডিসেবেলের নিচে যে সমস্ত বাজি আছে সেগুলি বাজেয়াপ্ত করে তাহলে আমরা থানায় গিয়ে আইন অনুসারে আমরা কথা বলব এবং যদি প্রয়োজন হয় আমাদের যদি মনে হয় যে স্থানীয় ব্যবসায়ীদের ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনও ব্যক্তি বা প্রশাসন দ্বারা ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হচ্ছে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব এবং আইন সম্মতভাবে যে ব্যবস্থাগুলো করার সেগুলো আমরা করব।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দীপাবলির আগে বড় সাফল্য নবদ্বীপ পুলিশের! অতর্কিত হানায় উদ্ধার করল 'এইসব' জিনিস, গ্রেফতার ১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল