TRENDING:

Nadia News: রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই সূচনা, শতাব্দীপ্রাচীন রাজরাজেশ্বরী মায়ের পুজোয় অগণিত ভক্ত

Last Updated:

Nadia News:পুজোর বয়স নিয়ে বিভিন্ন মানুষের নানা মত থাকলেও জনশ্রুতি অনুযায়ী প্রায় ১৪০ বছর বা তারও আগে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এই পুজোর সূচনা করেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মৈনাক দেবনাথ, কালীগঞ্জ: রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে সূচনা হয়েছিল প্রাচীন রাজ রাজেশ্বরী পুজো। শতাব্দী প্রাচীন রাজ রাজেশ্বরী মায়ের পুজোকে কেন্দ্র করে ভক্তদের উপচে পড়ে ভিড় শিমুরালির কালীগঞ্জ এলাকায়। পুজোর বয়স নিয়ে বিভিন্ন মানুষের নানা মত থাকলেও জনশ্রুতি অনুযায়ী প্রায় ১৪০ বছর বা তারও আগে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এই পুজোর সূচনা করেন। প্রত্যেক বছর কালীগঞ্জ বাজার এলাকায় গঙ্গা তীরে স্থাপিত দেবী রাজ রাজেশ্বরীর পুজো অনুষ্ঠিত হয়।
advertisement

স্থানীয়দের দাবি দেশের মধ্যে কাশী, কালীগঞ্জ ও চাকদা গণেশ জননী-এই তিন জায়গাতেই শুধুমাত্র পূজিত হন দেবী রাজ রাজেশ্বরী। জনশ্রুতি অনুযায়ী, রাজা কৃষ্ণচন্দ্রের মা রাজ রাজেশ্বরীর পুজো দেখতে কাশী যেতে চাইলেও শারীরিক অসুস্থতার তা সম্ভব হয়নি। পরে কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পান কালীগঞ্জ বাজার এলাকায় গঙ্গার পাড়ে তার মূর্তি আছে। আর বর্তমানে সেই জায়গাতেই কৃষ্ণচন্দ্রর হাতে তৈরি মন্দিরে পূজিত হন মাতা রাজ রাজেশ্বরী।

advertisement

আরও পড়ুন : কৈশোরেই কাঁধে সংসারের জোয়াল, পড়াশোনার ফাঁকে ফুচকা বিক্রি করে একাদশ শ্রেণীর মেধাবী সন্দীপ

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রত্যেক বছর এই পুজোকে কেন্দ্র করে হাজার হাজার লোক ভিড় জমান পুজোপ্রাঙ্গণে। বসে মেলাও। একটা সময় মেলায় যাত্রা ও বায়োস্কোপ দেখানোর আয়োজন হলেও সময়ের নিয়মে আজ আর তার আয়োজন হয় না। তবে এই পুজোউপলক্ষে প্রসাদ বিতরণের আয়োজন করেন পুজো উদ্যোক্তারা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই সূচনা, শতাব্দীপ্রাচীন রাজরাজেশ্বরী মায়ের পুজোয় অগণিত ভক্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল