Struggle Story: কৈশোরেই কাঁধে সংসারের জোয়াল, পড়াশোনার ফাঁকে ফুচকা বিক্রি করে একাদশ শ্রেণীর মেধাবী সন্দীপ

Last Updated:

Struggle Story:ছোট থেকেই অভাবকে চোখের সামনে দেখেছে। পড়াশোনা থেকে সংসার চালানো এতটা সহজসাধ্য ছিল না পরিবারে। বিদ্যালয়ে পড়ার সময় থেকেই বাবার সঙ্গে দোকানের কাজে সাহায্য করে। 

+
ফুচকা

ফুচকা বিক্রি 

রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: সংসার বড়ই বালাই। সংসার চালাতে প্রতিদিন কতজনকে কত কিছুই না করতে হয়! যে বয়সে মাঠে ক্রিকেট ব্যাট কিংবা ফুটবল নিয়ে খেলার সময়, সেই বয়সে নাবালক পড়ুয়া সন্দীপ নিজের কাঁধে তুলে নিয়েছে সংসারের দায়িত্ব, নিজের পড়াশোনার খরচের বোঝা। প্রায় বেশ কয়েক বছর ধরেই নিজের পড়ার, বিদ্যালয়ের সময়ের পর করে এই কাজ। এই কাজ করে যে টাকা রোজগার হয় তাতে চলে সংসারের খরচ, নিজের পড়াশোনা। মনের ইচ্ছেতেই যে সব করা যায় তার অন্যতম দৃষ্টান্ত এই ছাত্র। দাঁতন ভাগবত চরণ হাই স্কুলের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র সন্দীপ দাস।
বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করে একাদশ শ্রেণীতে। তবে বেশ কয়েক বছর ধরেই রাস্তার ধারে ফুচকা বিক্রি করে সংসার চালাচ্ছে সে। চলছে বিজ্ঞান বিষয়ে তার পড়াশোনার খরচও। যুব প্রজন্মের কাছে এক অনুপ্রেরণা।
বিকেল থেকেই বাজারের উপর দোকান দিয়ে বসা। ফুচকা বিক্রি করে মেলে লাভ। সেই লাভের টাকায় চলে সংসার এবং নিজের পড়াশোনা। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের এই একাদশ শ্রেণীর ছাত্রের জীবনযুদ্ধ সমাজের কাছে এক দৃষ্টান্ত। বাড়ির ছোট ছেলে সে। বাড়িতে মা, বাবা ও দাদার রয়েছে। দাদা উচ্চশিক্ষার জন্য বাইরে থাকে, বাবাও সংসার চালাতে চলে গিয়েছেন ভিন রাজ্যে। তবে বাড়িতে মা ও সন্দীপ থাকে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের জোয়াল টানা এতটাও সহজসাধ্য নয়। তাই একসময়ের তার বাবার পেশাকেই ধরে রেখেছে সে। দাঁতনের কালীচণ্ডী বাজারে ফুচকার দোকান দেয় সে। রেখেছে পাপড়িচাট,  মশলামুড়িও।
advertisement
advertisement
আরও পড়ুন : হিরোশিমা বিস্ফোরণের থেকেও ৫০০ গুণ বেশি শক্তি! ধেয়ে আসছে ‘শহর ঘাতক’ গ্রহাণু! ডায়নোসরের মতোই ধ্বংস হবে কলকাতা, মুম্বই-সহ ৭ শহর? জানুন
দোকানের লাভের টাকায় চলে সংসারের খরচ। বেশ কয়েক বছর ধরেই ফুচকার দোকান দিয়ে নিজের পড়াশোনার খরচ এবং সংসার চালাচ্ছে সে। রোজগারের অর্থে এবং ঋণ নিয়ে করেছে বাড়ি। তবুও মধ্যবিত্ত পরিবারে থেকে পড়াশোনার খরচ জোগাড় করা এবং সংসার চালানো এতটা সহজ নয়। তাই তার বাবা অন্যত্র কাজে চলে যাওয়ায় ফুচকা দোকান নিয়ে প্রতিদিন বসে সে।
advertisement
ছোট থেকেই অভাবকে চোখের সামনে দেখেছে। পড়াশোনা থেকে সংসার চালানো এতটা সহজসাধ্য ছিল না পরিবারে। ছোট থেকেই বাবাকে সাহায্য করত ফুচকা বিক্রির কাজে। এর পর নিজেই সংসার চালাতে দোকান দেয় সে। ছেলের কথা বলতে গিয়ে চোখে জল আসে মায়ের। কষ্টকে বুকের মাঝে চেপে রেখে হাসিমুখে ব্যবসা করছে, টেনে নিয়ে যাচ্ছে সংসারের হাল। একাদশ শ্রেণির নাবালক সন্দীপ গোটা সমাজের কাছে অনুপ্রেরণা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Struggle Story: কৈশোরেই কাঁধে সংসারের জোয়াল, পড়াশোনার ফাঁকে ফুচকা বিক্রি করে একাদশ শ্রেণীর মেধাবী সন্দীপ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement