ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার গয়েশপুর পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় আক্রান্ত বয়স্কা বৃদ্ধ মহিলা জানান, গতকাল গয়েশপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন মণ্ডল বাড়ির সিসিটিভি ক্যামেরা তাদের স্নানঘরের দিকে লাগান, সেটিকে সরিয়ে ফেলার জন্য তিনি গিয়েছিলেন কথা বলতে। যদিও এর আগে বারংবার জানানো হয়েছে।
advertisement
বৃদ্ধার অভিযোগ এরপরে আনোয়ার হোসেন মণ্ডল চিৎকার চেঁচামেচি শুরু করে এবং আনোয়ারের ভাই আমির হোসেন মণ্ডল মনোহরা বিবি নামে বৃদ্ধার উপর চড়াও হয় এবং তাকে বেধড়ক মারধর করে। ঘটনায় আক্রান্ত বৃদ্ধাকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যেতে হয় এবং পরবর্তীতে পঞ্চায়েত আনোয়ার হোসেন মণ্ডল, আমির হোসেন মণ্ডল এবং মনোহরা বিবির বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ। বৃদ্ধার শারীরিক পরিস্থিতি ভাল না থাকার কারণে আবারও এদিন শান্তিপুর হাসপাতালে চিকিৎসা করতে এসে থানায় জমা করেন চিকিৎসাজনিত কাগজপত্র।
যদিও এই ঘটনায় মারধরের অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে অভিযুক্তর পরিবারের সদস্য আনোয়ার হোসেন মণ্ডল। তার দাবি, সিসি ক্যামেরার উপকারিতা সকলেই জানে। ২০০ মিটার সেই বাড়ির কিছুই দেখা যায় না। বোম বারুদের ব্যবসা হয়, সেগুলি হবে না বলেই এরকম মিথ্যে অভিযোগ শান্তিপুর থানায় দায়ের করা হয়েছে। তবে মারধরের কোনও ঘটনা ঘটেনি। যদিও ঘটনার লিখিত অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
— Mainak Debnath






