Newtown Flats: নিউটাউনে গরীব-মধ্যবিত্তের জন্য একদম সস্তায় বিলাসবহুল ফ্ল্যাট! সরকারের বড় উদ্যোগ! উদ্বোধন মমতার, কারা পাবেন এই ফ্ল্যাট? কীভাবে পাবেন?
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Newtown Flats: মুখ্যমন্ত্রীর সংযোজন, ''জমির দাম নেওয়া হয়নি। এটা সরকার দিয়েছে। সাবসিডি দেওয়া হয়েছে। বাজারমূল্য থেকে অনেক কম দামে মিলবে ফ্ল্যাট। লটারির মাধ্যমে দেওয়া হবে এই সব ফ্ল্যাট।''
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। সেই উদ্বোধনী অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী বলেন, ''আমরা চাই সবার আশ্রয় থাকুক, নিজের ঘর থাকুক। ৪৫৫ কোটি ৫০ লাখ টাকা খরচ হচ্ছে। বড় আবাসন প্রকল্প এটি। ৭ একর জমিতে ১২১০টি ফ্ল্যাট আছে। অর্থনৈতিকভাবে দুর্বলদের জন্য জি প্লাস ১৪ তলা। সেটা নিজন্ন। আরেকটা সুজন্ন।''
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







