TRENDING:

Food Festival: বাবার লড়াই বুঝতে ফুচকা হাতে মেয়ে! শান্তিপুরের স্কুলে কঠিন জীবনের পাঠ নিল পড়ুয়ারা

Last Updated:

Nadia Food Festival: বাবা কিংবা মায়েরা কিভাবে কষ্ট করে অর্থ উপার্জন করেন, তা বোঝাতেই স্কুলে নতুন উদ্যোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: বাবা কিংবা মায়েরা কিভাবে কষ্ট করে অর্থ উপার্জন করেন, তা বোঝাতেই শান্তিপুরের রাধারানী শিক্ষা মন্দির বিদ্যালয়ের নতুন উদ্যোগ। বিদ্যালয়ের এক ছাত্রী বিক্রি করছে ফুচকা, যার বাবাও নিজে একজন ফুচকা বিক্রেতা। শীতকাল মানেই মেলা আর চেটেপুটে বিভিন্ন খাদ্য সামগ্রীর স্বাদ গ্রহণ। কিন্তু এই মেলায় যদি হয় বিদ্যালয়ে, তাহলে তো আর কথাই নেই!
advertisement

যেখানে ক্রেতা কিংবা বিক্রেতা সকলেই বিদ্যালয়ে ছাত্রী। ফুচকা, চাউমিন, এগরোল, মোমো হোক কিংবা আলু কাবলি, ঘুগনি অথবা পায়ের পিঠেপুলি সবটাই পরিবারের অভিজ্ঞদের সহযোগিতায় স্কুলে রান্না করে নিয়ে এসেছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর আগ্রহী এবং এ বিষয়ে পড়াশোনার সঙ্গে যুক্ত ছাত্রীরা। তবে শুধু খরচ তুলতে নয়, প্রবল এই শীতের মধ্যে ঠান্ডা জলে হাত চুবিয়ে কিংবা প্রচন্ড গরমে গলদঘর্মে পরিবারের মা দিদিরা কিভাবে খাদ্য প্রস্তুত করেন।

advertisement

আরও পড়ুন: চোখধাঁধানো সৌন্দর্য, শুশুনিয়ার সমান আনন্দ পাবেন এখানেও! পর্যটকদের কাছে আজও অচেনা এই রত্ন

কিংবা বাবা দাদারা কিভাবে অর্থ উপার্জন করেন, তার প্রকৃত অনুভূতি এবং উপলব্ধি করতে সামান্য অর্থের বিনিময়ে বিক্রি হয়েছে খাবার। কিনছেন শিক্ষিকাগণ কিংবা, আগ্রহী অভিভাবকরাও। অভিভাবকরা জানাচ্ছেন, মাঝেমধ্যে এ ধরনের উদ্যোগ পরিবার সদস্যদের প্রতি তাদের সন্তানদের আরও ধৈর্যশীল কর্মঠ এবং সৃজনশীল করে তুলেছে। যা এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্র-ছাত্রীরাও জানাচ্ছেন, তাদের অনেকেরই আগ্রহের বিষয় হলেও পরিবার কখনও তাদের করতে দেন না।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাবার লড়াই বুঝতে ফুচকা হাতে মেয়ে! শান্তিপুরের স্কুলে কঠিন জীবনের পাঠ নিল পড়ুয়ারা
আরও দেখুন

তবে এক্ষেত্রে তারা সকলের প্রশংসায় গর্বিত। একদিন আগে থেকে পরিশ্রম করেও তারা খুশি। শিক্ষিকারা জানাচ্ছেন, পরিবেশের কথা মাথায় রেখে খাবার পরিবেশন কাগজের কিংবা শালপাতার ঠোঙায় প্লাস্টিক কোনওভাবেই ব্যবহৃত হচ্ছে না। এমনকি হাইজিন বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাই মাথার টুপি, গ্লাভস, মুখে মাস্ক ব্যবহার করছে ছাত্রীরা। তবে খাবারের একটি সুন্দর প্রদর্শনও তাদের সৃজনশীলতার পরিচয় দেয়। আর সবকিছু তারা আনন্দের সঙ্গে করেছে, যা তাদের আগামীতে নিজের কাজ নিজের করে নেওয়ার প্রবৃত্তি বাড়ায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Food Festival: বাবার লড়াই বুঝতে ফুচকা হাতে মেয়ে! শান্তিপুরের স্কুলে কঠিন জীবনের পাঠ নিল পড়ুয়ারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল