Bankura Tourism: চোখধাঁধানো সৌন্দর্য, শুশুনিয়ার সমান আনন্দ পাবেন এখানেও! পর্যটকদের কাছে আজও অচেনা এই রত্ন

Last Updated:

Bankura Tourism: প্রতিবছর এখ্যান যাত্রার দিন থেকেই এখানে শুরু হয় মা বামনিসিনী পাহাড় পুজো ও ঐতিহ্যবাহী পাহাড় মেলা।

+
পাহাড়

পাহাড় পুজো

রানীবাঁধ, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকের ভুঁড়কুড়া গ্রামে অবস্থিত মা বামনিসিনী পাহাড় লোকবিশ্বাস, প্রকৃতি ও নিস্তব্ধতার এক অনন্য মিলনক্ষেত্র। প্রতিবছর এখ্যান যাত্রার দিন থেকেই এখানে শুরু হয় মা বামনিসিনী পাহাড় পুজো ও ঐতিহ্যবাহী পাহাড় মেলা। এই দিনটিকে কেন্দ্র করেই পাহাড় ও তার পাদদেশে ভক্ত এবং দর্শনার্থীদের আনাগোনা বাড়তে থাকে।
লোকবিশ্বাস অনুযায়ী, মা বামনিসিনী পাহাড়ের অধিষ্ঠাত্রী দেবী। এখ্যান যাত্রার পবিত্র দিনে ভোর থেকেই মানুষ ফল, নারকেল ও নৈবেদ্য নিয়ে পাহাড়ে উঠে মায়ের চরণে প্রণাম করেন। মানত করলে মনস্কামনা পূরণ হয়, এই বিশ্বাসে শুধু মেলার সময় নয়, সারা বছর ধরেই ভক্ত ও পর্যটকরা এখানে আসেন। পুজোর পাশাপাশি পাহাড়ের পাদদেশে বসে পাহাড় মেলা।
advertisement
advertisement
মেলাকে ঘিরে লোকজ খেলনা, মাটির ও বাঁশের সামগ্রী, দেশি খাবার ও ধর্মীয় সামগ্রীর দোকানে জমে ওঠে ভিড়। আশপাশের গ্রামগুলির মানুষের কাছে এই মেলা এক সামাজিক মিলনমেলায় পরিণত হয়। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে মা বামনিসিনী পাহাড়ের সঙ্গে শুশুনিয়া পাহাড়ের বিস্ময়কর সাদৃশ্য রয়েছে। পাহাড়ি পাথুরে ঢাল, জঙ্গলঘেরা পরিবেশ ও নীরবতা, সবমিলিয়ে এটি শুশুনিয়ার মতই এক আকর্ষণীয় গন্তব্য হতে পারত।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অথচ শুশুনিয়া পাহাড় যেখানে আজ প্রতিষ্ঠিত পর্যটন কেন্দ্র, সেখানে মা বামনিসিনী পাহাড় এখনও রয়ে গিয়েছে প্রায় অচেনা ও উপেক্ষিত। স্থানীয়দের মতে, পর্যাপ্ত প্রচার, রাস্তা ও ন্যূনতম পর্যটন পরিকাঠামো গড়ে উঠলে এই পাহাড়ও খুব সহজেই শুশুনিয়া পাহাড়ের মতই এক দুর্দান্ত পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে। ধর্মীয় আস্থা, লোকসংস্কৃতি ও প্রকৃতির সম্ভাবনায় ভর করে মা বামনিসিনী পাহাড় আজও নিজের প্রাপ্য স্বীকৃতির অপেক্ষায়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura Tourism: চোখধাঁধানো সৌন্দর্য, শুশুনিয়ার সমান আনন্দ পাবেন এখানেও! পর্যটকদের কাছে আজও অচেনা এই রত্ন
Next Article
advertisement
Mahakal Temple at Siliguri: বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি, উচ্চতা ২১৬ ফুট! আর কী কী থাকছে শিলিগুড়ির মহাকাল মহাতীর্থে? শিল্যান্যাস করে জানালেন মমতা
বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি, উচ্চতা ২১৬ ফুট! আর কী কী থাকছে শিলিগুড়ির মহাকাল মহাতীর্থে?
  • শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী৷

  • বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি থাকবে এই মন্দিরে৷

  • ১৭.৪ একর জমির উপরে গড়ে উঠবে মহাকাল মহাতীর্থ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement