পরে দলীয় জনসভায় বেথুয়াডহরির উদ্দেশ্যে রওনা করেন তিনি। জে পি নাড্ডার সঙ্গে ইসকন মন্দির প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য জেলা ও রাজ্য বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন - Howrah Weather Update: কথাতেই রয়েছে ‘মাঘের শীত বাঘের গায়ে’, হাড় কাঁপুনিতে প্রাণ ওষ্ঠাগত বাঙালির
advertisement
উল্লেখ্য মায়াপুর ইসকন মন্দিরে তৈরি করা হচ্ছে সুবিশাল এক মন্দির। বহু বছর ধরেই এই মন্দির তৈরি করা হচ্ছে ধীরে ধীরে। অসংখ্য দর্শনার্থীরা ইতিমধ্যেই এই মন্দির দেখতে প্রবল উৎসাহী। মায়াপুর ইসকন কর্তৃপক্ষ মনে করছেন এই মন্দির উদ্বোধন হওয়ার পর দর্শনার্থীদের ভিড় প্রচুর পরিমাণে বেড়ে যাবে মায়াপুরে।
আরও পড়ুন - Water Supply: কলে থাকবে না জল! দক্ষিণ কলকাতা বা বেহালায় বাড়ি, তাহলে করে রাখুন এই কাজ
বহু বছর ধরে তৈরি করতে থাকা এই মন্দিরের ভেতরে কেমন কি কারুকার্য রয়েছে কি কি সুবিধা রয়েছে তা দেখতে ইতিমধ্যেই আগ্রহী প্রায় সকলেই। এবার মায়াপুর ইসকন মন্দিরে এসে নতুন মন্দির ঘুরে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, তার সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক নেতৃত্বরা।
হেলিকপ্টার থেকে নেমে তিনি সোজা চলে আসেন মায়াপুর ইসকন চন্দ্র রায় মন্দিরে। মন্দির দর্শন করে এবং পুজো দেওয়ার পরে তিনি সটান চলে যান নতুন মন্দিরের দিকে। প্রবল নিরাপত্তা বলয়ে এদিন মুড়ে ফেলা হয়েছিল মায়াপুর ইসকন চত্বর। মায়াপুর ইসকনের নতুন মন্দির দেখে তিনি ভীষণই খুশি এবং ভবিষ্যতেও পুনরায় তার আসার ইচ্ছে প্রকাশ করে গেছেন বলে জানান মায়াপুর ইসকন মন্দির কর্তৃপক্ষ।
Mainak Debnath