Howrah Weather Update: কথাতেই রয়েছে ‘মাঘের শীত বাঘের গায়ে’, হাড় কাঁপুনিতে প্রাণ ওষ্ঠাগত বাঙালির

Last Updated:
কথাতেই রয়েছে মাঘে শীত বাঘে কাঁপে, শীতের দাপট তুলনা মূলক কম হলেও হাওয়ার দাপট বেড়েছে
1/5
#হাওড়া: কথাতে রয়েছে মাঘে শীত বাঘে কাঁপে। মাঘের শীত কামড় বসাচ্ছে হাড়ে। শুক্রবার আবহাওয়া থাকছে ঠান্ডার রেস। আকাশ থাকছে মেঘাচ্ছন্ন। শুক্রবার শীতের দাপট থাকছে সকালে একটু বেশি। সকাল হাল্ক রোদ্দুর, মেঘাচ্ছন্ন আকাশ। বেলা বাড়ার সঙ্গে উষ্ণতা বাড়বে। শুক্রবার সকাল শীত থাকলেও বেলা বাড়ার সঙ্গে উষ্ণতা বাড়বে। সকাল থেকে বইছে হাল্কা হাওয়া। হাওয়ার জেরে অস্বস্তি বাড়বে জেলাবাসীর।
#হাওড়া: কথাতে রয়েছে মাঘে শীত বাঘে কাঁপে। মাঘের শীত কামড় বসাচ্ছে হাড়ে। শুক্রবার আবহাওয়া থাকছে ঠান্ডার রেস। আকাশ থাকছে মেঘাচ্ছন্ন। শুক্রবার শীতের দাপট থাকছে সকালে একটু বেশি। সকাল হাল্ক রোদ্দুর, মেঘাচ্ছন্ন আকাশ। বেলা বাড়ার সঙ্গে উষ্ণতা বাড়বে। শুক্রবার সকাল শীত থাকলেও বেলা বাড়ার সঙ্গে উষ্ণতা বাড়বে। সকাল থেকে বইছে হাল্কা হাওয়া। হাওয়ার জেরে অস্বস্তি বাড়বে জেলাবাসীর।
advertisement
2/5
শুক্রবার মেঘাচ্ছন্ন আকাশ। তবে বেলা বাড়লে অস্বস্তি বাড়াবে রোদ্দুরে। এদিনের সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। শীত সেভাবে না থাকলেও হাওয়ার দাপট থাকবে প্রায় সারা দিন।
শুক্রবার মেঘাচ্ছন্ন আকাশ। তবে বেলা বাড়লে অস্বস্তি বাড়াবে রোদ্দুরে। এদিনের সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। শীত সেভাবে না থাকলেও হাওয়ার দাপট থাকবে প্রায় সারা দিন।
advertisement
3/5
শুক্রবারের আবহাওয়া গতকালের মতই, তবে সকাল থেকে রোদ্দুরের দেখা। ফলে সকালের দিকে একটু শীত অনুভব করবে জেলা বাসি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা পারবে।
শুক্রবারের আবহাওয়া গতকালের মতই, তবে সকাল থেকে রোদ্দুরের দেখা। ফলে সকালের দিকে একটু শীত অনুভব করবে জেলা বাসি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা পারবে।
advertisement
4/5
গতকালের থেকে খুব বেশি পরিবর্তন হচ্ছে না। আবহাওয়া থাকছে গতকালের মত একই রকম। সকাল সন্ধ্যায় শীতের দাপট রয়েছে। হাওয়ার দাপট থাকছে সারাদিন তাতেই অস্বস্তি বাড়তে পারে জেলাবাসীর।
গতকালের থেকে খুব বেশি পরিবর্তন হচ্ছে না। আবহাওয়া থাকছে গতকালের মত একই রকম। সকাল সন্ধ্যায় শীতের দাপট রয়েছে। হাওয়ার দাপট থাকছে সারাদিন তাতেই অস্বস্তি বাড়তে পারে জেলাবাসীর।
advertisement
5/5
আগামী দু- তিন দিন আবহাওয়া থাকতে পারে একই রকম। তবে উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী। আগামী রবিবার থেকে বাড়তে পারে উষ্ণতার পারদ জানা। যাচ্ছে আবহাওয়া দফতর সূত্রে। Input- Rakesh Maity
আগামী দু- তিন দিন আবহাওয়া থাকতে পারে একই রকম। তবে উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী। আগামী রবিবার থেকে বাড়তে পারে উষ্ণতার পারদ জানা। যাচ্ছে আবহাওয়া দফতর সূত্রে। Input- Rakesh Maity
advertisement
advertisement
advertisement