Water Supply: কলে থাকবে না জল! দক্ষিণ কলকাতা বা বেহালায় বাড়ি, তাহলে করে রাখুন এই কাজ
- Published by:Debalina Datta
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
আপনার বাড়ি কি দক্ষিণ কলকাতায় কিংবা টালিগঞ্জ যাদবপুর অথবা বেহালায়? শনিবার দুপুর থেকে রাতে জল আসবে না কলে। তাই সকালেই দিনের সব জল তুলে রাখুন। বাড়িতে জলধার থাকলে তা তা পূর্ণ করে রাখুন।
#কলকাতা: আপনার বাড়ি কি দক্ষিণ কলকাতায় কিংবা টালিগঞ্জ যাদবপুর অথবা বেহালায়? শনিবার দুপুর থেকে রাতে জল আসবে না কলে। তাই সকালেই দিনের সব জল তুলে রাখুন। বাড়িতে জলধার থাকলে তা তা পূর্ণ করে রাখুন। নাহলে শনিবার রাতে সমস্যায় পড়তে পারেন। দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় শনিবার সকালের পর পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। সকাল থেকে অবশ্য পানীয় জল সরবরাহ স্বাভাবিক হবে বলেই আশ্বাস মেয়র ফিরহাদ হাকিমের।
advertisement
দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে শনিবার পানীয় জল সরবরাহ ব্যাহত হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। এর ফলে কালীঘাট, টালিগঞ্জ, যাদবপুর সহ বেহালা এলাকার বাসিন্দারা ভোগান্তির মধ্যে পড়তে পারেন। সরবরাহ বন্ধ করে পাইপলাইন মেরামতি, গার্ডেনরিচ জল প্রকল্প এবং একাধিক বুস্টার পাম্পিং স্টেশনে সংস্কারের কাজ হবে। বুধবার বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানান কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার।
advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এস পি মুখার্জি রোড এবং বনমালী মণ্ডল রোডের সংযোগস্থলে জলের পাইপলাইনে মেরামতির কাজ হবে। এছাড়াও জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে একাধিকবার পানীয় জলের পাইপ লাইন ফেটে বিপত্তি ঘটছে। ১৪০০ মিলিমিটারের পাইপলাইনটির খারাপ অংশ পাল্টাতে হবে। এই কাজের জন্য শনিবার সকালে জল দেওয়ার পর সারাদিন বন্ধ থাকবে সরবরাহ। জল সরবরাহ বিভাগের এক আধিকারিক জানান, গার্ডেনরিচ জল প্রকল্প সকাল ১০টা থেকে বন্ধ থাকবে। এর ফলে বিভিন্ন জলাধার বা বুস্টার পাম্পিং স্টেশনে সঞ্চিত জল কোথাও কোথাও দুপুরে সরবরাহ হতে পারে। কিন্তু অন্যান্য এলাকায় শনিবার দুপুর থেকে সরবরাহ বন্ধ থাকবে।
advertisement
পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগ সূত্রে খবর, পরিষেবা পুরোপুরি চালু হবে ২২ জানুয়ারি সকাল থেকে। শনিবার বেলায় ভোগান্তিতে পড়বেন ৮ ও ১০ নম্বর বরো এলাকার বাসিন্দারা। এছাড়াও, আংশিকভাবে ৯, ১১, ১২ ও ১৫ নম্বর বরোতেও পরিষেবা ব্যাহত হবে। চেতলা, কালীঘাট, হরিশপার্ক, রানিকুঠি, লয়েলকা, গল্ফগ্রিন, গরফা, গান্ধী ময়দান সহ বেশ কিছু অঞ্চলে জল বন্ধ থাকবে
advertisement
মেয়র ফিরহাদ হাকিম বলেন, পুরসভার পানীয় জল সরবরাহের বড় পাইপ লাইনের সঙ্গে সংযোগকারী পাইপ লাইনের সংযোগের কিছুটা সমস্যা হয়েছে। শীতকালে এই সংযোগকারী লাইনে সমস্যাটা হয়ে থাকে। সেই মেরামতের কাজের জন্যই শনিবার জল সরবরাহ বন্ধ রাখা হবে। রবিবার সকাল থেকেই পানীয় জল সকলে পাবেন নিয়মিতভাবে। Input- Biswajit Saha