TRENDING:

Nadia News: নদিয়ায় বাসের ডিকিতে প্লাস্টিকের ঝুড়ি-বালতির আড়ালে এমন ছক! হাতে নাতে ধরল পুলিশ, শোরগোল বাসজুড়ে

Last Updated:

Nadia News: তাদের মধ্যে চার জন গাঁজা পাচারের সঙ্গে যুক্ত এবং বাকি তিন জন বাস কর্মী বলে জানা গেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চাপড়া, নদিয়া, মৈনাক দেবনাথ: যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারের চেষ্টা, চাপড়া থানার পুলিশের হাতে গ্রেফতার এক মহিলা সহ সাত জন। অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা করেও শেষরক্ষা হল না পাচারকারীদের। গোপন সূত্রে খবর পেয়ে বড় আন্দুলিয়া এলাকায় ওত পেতে বসে ছিল চাপড়া থানার পুলিশ। এরপরই কলকাতা থেকে করিমপুরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পুলিশের জালে ধরা পড়ে এক মহিলা-সহ মোট সাত জন। তাদের মধ্যে চার জন গাঁজা পাচারের সঙ্গে যুক্ত এবং বাকি তিন জন বাস কর্মী বলে জানা গেছে।
যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারের চেষ্টা, চাপড়া থানার পুলিশের হাতে গ্রেফতার এক
যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারের চেষ্টা, চাপড়া থানার পুলিশের হাতে গ্রেফতার এক
advertisement

পুলিশ সূত্রে জানা যায়, পাচারকারীরা বস্তার ভেতর প্লাস্টিকের  ঝুড়ি বালতি  কেটে তার মধ্যে দক্ষতার সঙ্গে গাঁজার প্যাকেট লুকিয়ে নিয়ে যাচ্ছিল। বাসটি ধর্মতলা থেকে যাত্রা শুরু করার সময়ই সেই প্যাকেটগুলি তোলা হয়েছিল এবং সেগুলি করিমপুরে গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা ছিল।

তল্লাশির পর বাস থেকে উদ্ধার হয় মোট ১৬ টি প্যাকেট, যাতে মজুত ছিল ৩২ কেজি ১০০ গ্রাম গাঁজা। বিপুল পরিমাণ এই নিষিদ্ধ মাদক উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। পাচার চক্রের পেছনে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
আমঘাটা স্টেশন পরিদর্শনে রেলের ADRM, নবদ্বীপ ঘাট পর্যন্ত চালু হবে রেল পরিষেবা?
আরও দেখুন

ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে বাস কনট্রাক্টর বঙ্কিম বিশ্বাস (৪২), বাসের হেল্পার অপুর্ব হালদার (৩০), বাস হেল্পার, তাহেরুদ্দিন মণ্ডল (৫৮), রজ্জাক হোসেন (৩০), হামিদুল ইসলাম মিঞা (৪০), তরিবা খাতুন (৪৫), প্রভাস বিশ্বাস (৪১) বাসচালক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: নদিয়ায় বাসের ডিকিতে প্লাস্টিকের ঝুড়ি-বালতির আড়ালে এমন ছক! হাতে নাতে ধরল পুলিশ, শোরগোল বাসজুড়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল