পুলিশ সূত্রে জানা যায়, পাচারকারীরা বস্তার ভেতর প্লাস্টিকের ঝুড়ি বালতি কেটে তার মধ্যে দক্ষতার সঙ্গে গাঁজার প্যাকেট লুকিয়ে নিয়ে যাচ্ছিল। বাসটি ধর্মতলা থেকে যাত্রা শুরু করার সময়ই সেই প্যাকেটগুলি তোলা হয়েছিল এবং সেগুলি করিমপুরে গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা ছিল।
তল্লাশির পর বাস থেকে উদ্ধার হয় মোট ১৬ টি প্যাকেট, যাতে মজুত ছিল ৩২ কেজি ১০০ গ্রাম গাঁজা। বিপুল পরিমাণ এই নিষিদ্ধ মাদক উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। পাচার চক্রের পেছনে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে বাস কনট্রাক্টর বঙ্কিম বিশ্বাস (৪২), বাসের হেল্পার অপুর্ব হালদার (৩০), বাস হেল্পার, তাহেরুদ্দিন মণ্ডল (৫৮), রজ্জাক হোসেন (৩০), হামিদুল ইসলাম মিঞা (৪০), তরিবা খাতুন (৪৫), প্রভাস বিশ্বাস (৪১) বাসচালক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।






