TRENDING:

West Medinipur News: জাতীয় স্তরে উজ্জ্বল বাংলার নাম! রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার পেলেন পিংলার শিল্পী, গর্বে বুক ভরছে জেলাবাসীর

Last Updated:

West Medinipur News: বাংলা থেকে নির্বাচিত একমাত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী এবার তিনিই। বহু শিল্পীর স্বপ্ন যেখানে পৌঁছাতে পারে না, সেখানে নিজের প্রতিভা আর সৃজনশীলতার জোরে পৌঁছে গেলেন স্বর্ণ চিত্রকর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পিংলা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালিঃ রঙ, গান, তুলি আর গল্পে গাঁথা বাংলা পটচিত্র আবারও দেশের মাটিতে দারুণ সাফল্য এনে দিল। পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়াগ্রামের শিল্পী স্বর্ণ চিত্রকর রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে জাতীয় পুরস্কার পেলেন।
রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিচ্ছেন শিল্পী
রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিচ্ছেন শিল্পী
advertisement

জানা গিয়েছে, গত ৭ ডিসেম্বর শিল্পী রাষ্ট্রপতি ভবনে পৌঁছে যান। ৯ ডিসেম্বর দেশের সেরা শিল্পীদের সঙ্গে তিনিও রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পান। স্বাভাবিকভাবেই পিংলা, মেদিনীপুর সহ গোটা রাজ্যে এখন আনন্দের ঢেউ। রাষ্ট্রীয় এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের নির্বাচিত শিল্পীদের সঙ্গে পটশিল্পী স্বর্ণ চিত্রকরও তাঁর শিল্পকর্ম প্রদর্শন করেন। এবার বাংলা থেকে নির্বাচিত একমাত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী তিনিই। বহু শিল্পীর স্বপ্ন যেখানে পৌঁছাতে পারে না, সেখানে নিজের প্রতিভা আর সৃজনশীলতার জোরে পৌঁছে গেলেন স্বর্ণ চিত্রকর।

advertisement

আরও পড়ুনঃ মন্ত্রীকে জানাতেই মুশকিল আসান! স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা পেল উত্তর দিনাজপুরের গ্রাম, আহ্লাদে আটখানা বাসিন্দারা

শিল্পী বলেন, “২০২৪ সালে আমাকে শিল্প প্রদর্শনের জন্য মনোনীত করা হয়েছিল। তারপর ২০২৫ সালে রাষ্ট্রপতি ভবনে অন্যদের সঙ্গে আমার কাজ প্রদর্শনের সুযোগ পাই। তারপর আমার হাতে যে জাতীয় পুরস্কার উঠবে, তা ভাবিনি। এটা আমার জীবনের সর্বাধিক আবেগঘন মুহূর্ত।”

advertisement

বাংলা পটশিল্পের ইতিহাসে এটি এক মূল্যবান সংযোজন। এর আগে এই মাটিরই শিল্পীরা, গুরুপদ চিত্রকর (২০০১), আনোয়ার চিত্রকর (২০০৭) জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এখন সেই তালিকায় যুক্ত হল স্বর্ণ চিত্রকরের নাম।

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

উল্লেখ্য, পিংলার নয়া গ্রাম এখন আন্তর্জাতিকভাবে ‘পটচিত্র গ্রাম’ হিসেবে পরিচিত। এখানকার শিল্পীরা রং-তুলির টানে শুধু ছবি আঁকেন না, তাঁরা গেয়ে শোনান গল্প, ইতিহাস, সংস্কৃতি। দেশ-বিদেশে প্রদর্শনী থেকে প্রশিক্ষণ, সব জায়গায় স্বীকৃতি পেয়েছে এই শিল্পকলা। স্বর্ণ চিত্রকরের সাফল্য সেই ঐতিহ্যকেই আরও উজ্জ্বল করে তুলল। গ্রামের মানুষ, সহশিল্পী, শিক্ষক- সবাই আজ উৎসবের আবহে। কারণ একটাই, নয়া গ্রামের আঙিনা থেকে আবারও রাষ্ট্রপতি ভবন পর্যন্ত পৌঁছে গেল বাংলার গর্বের পটশিল্প।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: জাতীয় স্তরে উজ্জ্বল বাংলার নাম! রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার পেলেন পিংলার শিল্পী, গর্বে বুক ভরছে জেলাবাসীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল