বর্তমানে শান্তিপুর শহরের বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ার তথ্য সামনে আসার পরেই সচেতন নাগরিকদের মধ্যে গুঞ্জন। বায়ু দূষণ এত পরিমাণে বৃদ্ধি পাওয়ার ফলে শান্তিপুর শহর যে দূষণের আওতায় পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। এ বিষয়ে তারা জানান, শহর জুড়ে একাধিক জায়গায় গাছ কাটা এবং সব থেকে বড় কথা অনিয়ন্ত্রিতভাবে চলাচল করা মোটর ভ্যান যা থেকে পরিবেশে বায়ু দূষণের মাত্রা বাড়ে।
advertisement
আরও পড়ুন: দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত হলেন শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক
অপরদিকে শান্তিপুরের পরিবেশকর্মীরা জানাচ্ছেন, “যে হারে শান্তিপুর শহর তথা শান্তিপুর ব্লকের বিভিন্ন জায়গায় একাধিক ভাবে গাছ কাটা চলছে এবং উৎসবের আনন্দে যে পরিমাণ জেনারেটর ব্যবহার করা হচ্ছে তৎসহ ইঞ্জিন চালিত মোটর ভ্যান বেআইনিভাবে যেভাবে রাস্তায় চলছে তার প্রত্যক্ষ কারণ আজকের এই শান্তিপুরের বায়ু দূষণ। পৌরসভার উচিত যথেষ্ট পরিমাণ সচেতনতা এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করা। না হলে ভবিষ্যতে শান্তিপুরের পরিবেশ বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।”
আরও পড়ুন: একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে কতকিছু! সীমান্তের এই গ্রাম না দেখলে বিশ্বাস হবে না
যদিও এ প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলের মেম্বার শুভজিৎ দে জানান, “এই তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে। পলিউশন কন্ট্রোল বোর্ডের এই ডিজিটাল ডিসপ্লে বোর্ড লাগানোর পরেই। যদি এই পরিমাপ বা পরিসংখ্যান সত্যি হয় তাহলে সত্যিই চিন্তার বিষয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব এবং পৌরসভার পক্ষ থেকে যে সমস্ত পদক্ষেপ নেওয়ার নেব।”
Mainak Debnath