Nadia News: দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত হলেন শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক

Last Updated:

স্কুল শিক্ষা কেন্দ্রে অসামান্য অবদানের জন্য রাজ্যের বেঙ্গল বোর্ডের ৫০০ এরও বেশি অন্যতম সেরা শিক্ষক ও শিক্ষিকাদের দ্রোণাচার্য সম্মানে ভূষিত করা হয়

+
বিদ্যালয়

বিদ্যালয় থেকে করা হচ্ছে তাকে সংবর্ধনা

শান্তিপুর: দ্রোণাচার্য অ্যাওয়ার্ডে ভূষিত হলেন শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শিক্ষক জয়ন্ত ঘোষ। স্কুল শিক্ষা কেন্দ্রে অসামান্য অবদানের জন্য রাজ্যের বেঙ্গল বোর্ডের ৫০০এরও বেশি অন্যতম সেরা শিক্ষক ও শিক্ষিকাদের দ্রোণাচার্য সম্মানে ভূষিত করা হয়। এই সম্মান মূলত পান রাজ্যের সেরা প্রধান শিক্ষক শিক্ষিকারা। রাজ্যের সেরা বিজ্ঞান শিক্ষক এবং শিক্ষিকারা, রাজ্যের সেরা কলা বিভাগের শিক্ষক এবং শিক্ষিকারা এছাড়াও পান রাজ্যের সেরা বাণিজ্য বিভাগের শিক্ষক শিক্ষিকারা।
এই সম্মান এবার প্রদান করা হল নদিয়া জেলার বিষয় ভিত্তিকভাবে আলাদা আলাদা করে ছয় জন শিক্ষক-শিক্ষিকাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। যাদের মধ্যে রয়েছে কল্যাণী, পলাশী এছাড়াও বিভিন্ন জেলার প্রান্ত থেকে। বাংলা, ভূগোল, অর্থনীতি, বাণিজ্য ছাড়াও আরও দুটি মিলিয়ে মোট ছটি বিষয়ের উপরে শিক্ষক-শিক্ষিকাদের এই সম্মান প্রদান করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, প্রাক্তন সভাপতি ও আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিরা।
advertisement
advertisement
জয়ন্ত বাবু বলেন, পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে। আগামী দিনেও ওনারা আরও অনেক এই ধরনের অনুষ্ঠান করবেন বলে জানিয়েছেন। ওনারা চাইছেন সরকারি এবং বেসরকারি স্কুল গুলির একটি পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার। আর সেই কারণেই ওনারা সরকারি বিদ্যালয়গুলিতে যোগাযোগ করেছেন।
advertisement
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকদেব কুন্ডু জানান, “আমরা কেউই এই বিষয়ে অবগত ছিলাম না। এমনকি জয়ন্ত বাবু নিজেও অবগত ছিলেন না। তার কারণ বিদ্যালয়ের তরফ থেকে কোন রকম দরখাস্ত এই বিষয়ের উপরে দেওয়া হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে দরখাস্ত এবং রেকমেন্ডেশন ছাড়া একেবারে নিরবে গোটা জেলা ব্যাপী যেভাবে বিষয়ভিত্তিক ভাবে বাছাই করে শিক্ষক-শিক্ষিকাদের সম্মানিত করলেন তার জন্য আমি অত্যন্ত গর্বিত। তবে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন কোনও এক অদৃশ্য কারণে শুধু তাদের বিদ্যালয় নয়, শান্তিপুরে বাণিজ্য নিয়ে পড়াশোনা করা ছাত্র-ছাত্রী সংখ্যা ইদানিং তলানিতে ঠেকেছে, তাই এ বিষয়ে অভিভাবকদের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন শুধু চাকরি নয় বিভিন্ন জীবিকামুখী পেশায় এই বিদ্যালয়ের বহু ছাত্র এখন প্রতিষ্ঠিত। বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক থাকা সত্ত্বেও কমার্স বিভাগকে গুরুত্বহীন ভাবে দেখার কোনও কারণ নেই আজ জয়ন্ত বাবু সেই প্রমাণ করিয়ে দিয়েছেন।”
advertisement
বিদ্যালয়ের পক্ষ থেকে এদিন জয়ন্ত বাবুকে সংবর্ধিত করেন টিচার কাউন্সিলের সম্পাদক প্রকাশ চন্দ্র দে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকদেব কুণ্ডু-সহ সকল সহকর্মী শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত হলেন শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement