পূর্বস্থলী ও নবদ্বীপ থানার ইদ্রাকপুর গ্রামকে সংযুক্ত করতে এই সাঁকোটি নির্মাণ করা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে এই সাঁকো চালু হবে। এটি চালু হলে নৌকা পারাপারের জন্য যাত্রীদের দীর্ঘ অপেক্ষার অবসান হবে। পায়ে হেঁটে সহজেই নদীর দুই পাড়ে তথা ইদ্রাকপুর বা নবপল্লী ঘাটে পৌঁছে যাওয়া যাবে।
advertisement
পূর্বস্থলী রেল স্টেশন থেকে নবপল্লী ঘাটের দূরত্ব প্রায় ৩০০ মিটার এবং দক্ষিণ রেল ফটক থেকে মাত্র ১০০ মিটার হওয়ায় যাতায়াত তুলনামূলকভাবে সহজ হবে। তবে সাঁকো ব্যবহারের জন্য যাত্রীদের ঘাট মালিককে নির্দিষ্ট ভাড়া দিতে হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সোমবার থেকে এই ঘাটে নৌকা চলাচল আপাতত বন্ধ রাখা হবে। প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই বাঁশের সাঁকো সাময়িক হলেও দুই জেলার সংযোগ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। গৌরাঙ্গ সেতু পুনরায় চালু না হওয়া পর্যন্ত দুই পাড়ের হাজারও মানুষকে দৈনন্দিন যাতায়াত ও প্রয়োজন মেটানোর জন্য এই সাঁকোর উপরেই নির্ভর করতে হবে।





