TRENDING:

Nadia News: সারমেয়, মিড ডে মিল...! সরকারি নির্দেশিকার মাঝেই অঘটন, গ্রেফতার প্রধান শিক্ষক, শিক্ষাকর্মী

Last Updated:

Nadia News: স্কুল ক্যাম্প্যাসে সারমেয়কে পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক সহ একজন শিক্ষাকর্মী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গয়েশপুর: স্কুল ক্যাম্প্যাসে সারমেয়কে পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক সহ একজন শিক্ষাকর্মী। গত মঙ্গলবার স্কুলের ক্যাম্পাসে সারমেয়কে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ উঠেছিল কয়েকজন শিক্ষক ও ছাত্রদের বিরুদ্ধেও।
গ্রেফতার অভিযুক্ত
গ্রেফতার অভিযুক্ত
advertisement

মঙ্গলবার রাতেই পাঁচ জনের বিরুদ্ধে নদিয়ার গয়েশপুর ফাঁড়িতে অভিযোগ জানিয়েছিল পশুপ্রেমীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটে নদিয়ার কল্যাণীর গয়েশপুর এলাকার গয়েশপুর নেতাজি বিদ্যামন্দির স্কুলের ক্যাম্পাসে। অভিযোগ, মঙ্গলবার দুপুরে স্কুল চলাকালীন স্কুলের ক্যাম্পাসে মধ্যে একটি সারমেয়কে লাঠি, বাঁশ দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে স্কুলেরই প্রধান শিক্ষক গৌর ভাওয়ালের বিরুদ্ধে। সেই সারমেয়কে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে ওই স্কুলের সহ শিক্ষক সহ ছাত্রদের বিরুদ্ধেও। গয়েশপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানিয়েছিলেন পশুপ্রেমীরা। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দুই অভিযুক্ত।

advertisement

আরও পড়ুন: রিলসে ছ্যাবলামো…না! স্মার্টফোন, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে যা করছে এইসব যুবক-যুবতীরা, জানলে কুর্নিশ জানাবেন

ঘটনায় পশুপ্রেমী মহল ও সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন। বহু সংগঠন অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। জেলার একটি পশুপ্রেমী সংস্থার সদস্যা অনন্যা সরকার বলেন, “এই ধরণের নিষ্ঠুরতা যে সমাজে এখনও ঘটছে, তা ভাবতেই অবাক লাগে। তাও আবার একজন শিক্ষক এ ধরনের কাজ ঘটাবেন তা ভাবতেই পারছিনা আমরা! যেখানে শিক্ষক একজন সমাজের মেরুদন্ড, ছোট ছোট ছেলেমেয়েদের তাদেরই শেখানো উচিত এই সমস্ত অবলা জীবদের সম্পর্কে। আর তারাই উল্টে এই ধরনের কাজ ঘটাচ্ছেন! আইন আরও কঠোর হওয়া উচিত যাতে এমন অপরাধ আর না ঘটে।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এ ঘটনাটি ফের একবার সমাজের পশুদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলে দিল। সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলেরই দায়িত্ব, পশুদের প্রতি সহানুভূতি ও সুরক্ষা নিশ্চিত করা। বিশেষ করে যখন সরকারও চাইছে মিড ডে মিলের ভাগ পাক পথ কুকুররা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: সারমেয়, মিড ডে মিল...! সরকারি নির্দেশিকার মাঝেই অঘটন, গ্রেফতার প্রধান শিক্ষক, শিক্ষাকর্মী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল