Nadia News: রিলসে ছ্যাবলামো...না! স্মার্টফোন, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে যা করছে এইসব যুবক-যুবতীরা, জানলে কুর্নিশ জানাবেন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia News: বর্তমানে মোবাইল ও ইন্টারনেটের যুগে ভাইরাল হতে চায় অনেকেই। ভাইরাল হলেই আসে নাম যশ খ্যাতি ইত্যাদি।
নদিয়া: রিলসের দুনিয়ায় যেখানে তরুণ প্রজন্ম ভাইরাল হওয়ার জন্য মাত্রা ছাড়িয়ে যাচ্ছে শালীনতার, তবে সেখানে দাঁড়িয়েই মোবাইল ফোন ও ইন্টারনেটকে কাজে লাগিয়ে স্বল্প দৈর্ঘ্যের চিত্রনাট্য বানিয়ে সারা বাংলা ব্যাপী প্রশংসা কুড়াচ্ছে একদল তরুণ প্রজন্ম। বর্তমানে মোবাইল ও ইন্টারনেটের যুগে ভাইরাল হতে চায় অনেকেই। ভাইরাল হলেই আসে নাম যশ খ্যাতি ইত্যাদি। আর তার লোভেই বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ভিডিওতে কখনও দেখা যায় নগ্নতা কিংবা ভয়ানক কিছু পদক্ষেপ। সেই সমস্ত থেকে তরুণ প্রজন্মকে ফিরিয়ে আনতে শান্তিপুরের ময়ূরপঙ্খীর এক বিশেষ পদক্ষেপ। বেশ কিছু সদস্যদের নিয়ে তারা তৈরি করেন একটি দল, বানায় স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং সেই ছবিই এখন সমাদৃত হচ্ছে সারা বাংলার বুকে।
নদিয়ার শান্তিপুরের ময়ূরপঙ্খী নামে একটি দল বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত। এই দলের বেশিরভাগ সদস্যই বিভিন্ন সংস্কৃতিক শিল্পকলার সঙ্গে যুক্ত। তবে বর্তমানে মোবাইল ফোন ও সোশ্যাল মাধ্যমকে যুক্ত করে দিয়েছেন তারা তাদের শিল্পকলার মধ্যে। ভাইরাল হওয়ার কোন শর্টকাট রাস্তা অবলম্বন না করে তারা সিদ্ধান্ত নিয়েছেন সঠিক পদক্ষেপের। একের পর এক বানিয়ে চলেছেন বেশ কিছু স্বল্প দৈর্ঘ্যের ছবি। প্রায় ১০০ টির কাছাকাছি ইতিমধ্যেই তারা স্বল্পদৈর্ঘ্যের ছবি বা চিত্রনাট্য বানিয়ে প্রশংসা পেয়েছেন বহু জায়গায়।
advertisement
advertisement
সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্যের চিত্রনাট্যের প্রতিযোগিতায় তারা তাদের ছবি রূপান্তর প্রদর্শন করেন। যা একটি প্রতিযোগিতায় বিজেতা হয়। এতে উৎসাহ তাদের আরও দ্বিগুণ হয়ে যায় বলেই জানান। তারা জানাচ্ছেন মোবাইল ফোন কিংবা ইন্টারনেট একটি ছুরির মত, একটি ছুরির সাহায্যে প্রয়োজনীয় গৃহস্থালির কাজকর্ম করা যেমন যায় ঠিক তেমনই সেই ছুরি দিয়েই কাউকে আঘাত করা যায়। মোবাইল ফোন কিংবা ইন্টারনেটে ব্যবহারেও একই জিনিস প্রযোজ্য।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তারা জানান, “আমাদের উপর নির্ভর করছে আমরা সেটিকে কীভাবে কাজে লাগাব। আর সেই কারণেই বিশেষ করে তরুণ প্রজন্মকে বার্তা দিতেই তাদের এই চিন্তা-ভাবনা।” আগামী দিনে এই ধরনের স্বল্প দৈর্ঘ্যের ছবি তারা আরও বানাবেন এবং মানুষের কাছে এই সঠিক বার্তাই বহন করবেন বলে জানা গিয়েছে।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 10, 2025 4:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: রিলসে ছ্যাবলামো...না! স্মার্টফোন, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে যা করছে এইসব যুবক-যুবতীরা, জানলে কুর্নিশ জানাবেন