BSF সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর ৩২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা বাগানপাড়া এলাকায় ওঁৎ পেতে বসে ছিল। নির্দিষ্ট সময়ে ওই চোরাচালানকারী সোনার বিস্কুট নিয়ে সীমান্তবর্তী এলাকায় পৌঁছতেই তার আচরণে সন্দেহ হয়। এরপর BSF জওয়ানরা তাকে ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ চোরাই সোনা উদ্ধার করে।
advertisement
লক্ষণ দেখেও ফেলে রাখার ফল! ফুসফুসের ক্যানসার কখন ধরা পড়লে সারে? জানাচ্ছেন চিকিৎসক
জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে BSF এর ৩২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ওঁত পেতেছিল। ধৃত চোরাচালানকারী সোনার বিস্কুট-সহ বাগানপাড়া এলাকায় আসতেই সন্দেহ হয়। চোরাচালানকারীকে ঘিরে ফেলে BSF এর ৩২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। তার পর তাঁর কাছ থেকে তল্লাশী করে ওই বিপুল পরিমাণ চোরাই সোনার বিস্কুট উদ্ধার করে BSF। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু। উদ্ধার হওয়া সোনা ও ধৃত চোরাচালানকারীকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট দফতরে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
